সোমবার, নভেম্বর ১০, ২০২৫
 শিরোনাম
ডিএমপির ৫ এডিসিকে বদলি করা হয়েছে রাতে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডাকলেন তারেক রহমান কক্সবাজার সৈকতের ভাঙন রোধে ৬২৪ কোটি টাকার প্রকল্প অনুমোদিত সেবাগ্রহীতার বিরুদ্ধে দুর্ব্যবহার করলে নেয়া হবে কঠোর পদক্ষেপ শহীদ মিনারে তৃতীয় দিনেও চলছে শিক্ষকদের অবস্থান কর্মসূচি হাজিরা দিতে এসে খুন হলেন শীর্ষ সন্ত্রাসী মামুন জাতীয় ঈদগাহে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা অতীতের কলঙ্ক ঘোচাতে সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই: ইসি আনোয়ারুল চট্টগ্রাম বন্দরকে আন্তর্জাতিক মানে নিতে বিদেশি ব্যবস্থাপনার প্রয়োজন: নৌপরিবহন উপদেষ্টা প্লট বরাদ্দে জালিয়াতি মামলায় শেখ হাসিনাসহ ১২ জনের সাক্ষ্য গ্রহণ শেষ

বিপ্লবী গণজোটের দল নিবন্ধন সহজ করার দাবি

বিপ্লবী গণজোটের দল নিবন্ধন সহজ করার দাবি

রাজনৈতিক দল নিবন্ধনের যে বিদ্যমান আইন রয়েছে তা সহজ করার দাবি জানিয়েছে সাতটি সংগঠনের মোর্চা বিপ্লবী গণজোট।

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশনের সঙ্গে জোটের সাত সদস্যের প্রতিনিধি দল সাক্ষাৎ করে এ দাবি জানান।

বৈঠক শেষে বিপ্লবী গণজোটের সমন্বয়ক ও গণমুক্তি পার্টির সাধারণ সম্পাদক আবদুল মোনেম বলেন, কমিশনের সঙ্গে কীভাবে রাজনৈতিক দল নিবন্ধনের আইনটি রিপ্লেস করা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে। শুধু কেন্দ্রীয় কমিটি, কেন্দ্রীয় অফিস ও গঠনতন্ত্র দিয়ে যেন নিবন্ধন করা যায় আমরা সেটা চেয়েছি।

বিপ্লবী গণজোটের সমন্বয় বলেন, এক এগারোর সরকার নিবন্ধন আইন নামে জঘন্য আইন চালু করেছিল। এ নিয়ে আমরা আন্দোলন করে আসছি। শেখ হাসিনা সরকার এসে সেই নিবন্ধন প্রক্রিয়া আরো কঠিন করেছিল। এতে রাজনীতিকে এমন একটা কঠিন পর্যায় নিয়ে যাওয়া হয়েছিল যে একটা দল চালাতে মাসে কমপক্ষে ৩০ লাখ টাকা লাগবে। আমরা সেটার প্রতিবাদ করছিলাম। আজকে সে বিষয় নিয়ে কথা বলেছি।

তিনি বলেন, আমাদের প্রস্তাবগুলোর মধ্যে কোনো-কোনো বিষয় পাইলটিং হিসেবে নেবে বলে জানিয়েছে কমিশন।

সাত সদস্যের প্রতিনিধি দলে ছিলেন- বাংলাদেশ সর্বজনীন দলের সভাপতি নূর মোহাম্মদ মনির, বাংলাদেশ গরিব পার্টির সভাপতি মো. দিদার হোসেন, বাংলাদেশ পিস ফোরামের আহ্বায়ক জসীম উদ্দীন রাজা, প্রয়াত নেতা স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক অলক চৌধুরী, বাংলাদেশের সাম্যবাদী দলের পলিটব্যুরোর সদস্য আহমদ হোসেন ও গ্রিন পার্টির মো. মোজাম্মেল হক।