শনিবার, নভেম্বর ৮, ২০২৫
 শিরোনাম
ভোটকেন্দ্রের শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থা জানতে চেয়েছে ইসি তত্ত্বাবধায়ক সরকার নিয়ে নবম দিনের শুনানি চলছে আফগানিস্তান-পাকিস্তান সীমান্ত বিরোধের কেন্দ্রবিন্দুতে ডুরান্ড লাইন সোনাদিয়া দ্বীপের জীববৈচিত্র্য ফিরিয়ে আনতে ৩ কোটি ৩৮ লাখ টাকার প্রকল্প মধ্য এশিয়ার নেতাদের সঙ্গে প্রথম শীর্ষ সম্মেলনে বসছেন ট্রাম্প বাংলাদেশের পুলিশ সংস্কারে সহায়তা দেবে আয়ারল্যান্ড প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ: ১০,২১৯টি শূন্য পদে বিজ্ঞপ্তি প্রকাশ বাংলাদেশের প্রথম ‘ফরেস্ট মিউজিয়াম’ এখন লালমাই পাহাড়ে জামালপুরে কৃষি প্রণোদনা পাচ্ছেন ৩৮ হাজার কৃষক জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের কার্যনির্বাহী কমিটির ১৪তম সভা সম্পন্ন

ড. ইউনূসের কারাদণ্ড সরকারের প্রতিহিংসার প্রতিফলন: রিজভী

ড. ইউনূসের কারাদণ্ড সরকারের প্রতিহিংসার প্রতিফলন: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শ্রম আইন লঙ্ঘনের কথিত মামলায় শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে ফরমায়েশী রায়ে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদালত। এ রায় সরকারের প্রতিহিংসার প্রতিফলন।

সোমবার বিকালে ভার্চুয়ালি এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন বিএনপির এই নেতা।

রিজভী বলেন, এই গণভবনের রায়ে পুরো জাতি লজ্জিত। এ ফরমায়েশী রায়ের তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ জানাচ্ছি। প্রতিহিংসার বশবর্তী হয়ে এ রায় যে দেওয়া হয়েছে তার প্রমাণ শেখ হাসিনা অব্যাহতভাবে ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে বিষোদগার এবং তাকে হুমকি দেওয়ার ঘটনা প্রমাণ করে। 

বিএনপি নেতা বলেন, ২০২২ সালের ১৮ মে এক আলোচনা সভায় শেখ হাসিনা পদ্মা নদীতে টুস করে ফেলে দিয়ে হত্যা করার হুমকি দেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে পদ্মা সেতু থেকে পানিতে ফেলে চুবিয়ে মারার হুমকি দিয়েছিলেন। তখন থেকেই স্পষ্ট হয় ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে তার গভীর দুরভিসন্ধি রয়েছে। 

তিনি বলেন, দেশে আওয়ামী লীগের লাখ লাখ কোটি টাকা পাচারের হোতা, লুটেরা, ব্যাংক ডাকাত, ঋণ খেলাফিদের কিছুই হয় না। সম্পূর্ণ সাজানো গোছানো রায়ে সাজা দেওয়া হয় ড. ইউনুসের মতো জাতির গর্বকে।

রিজভী বলেন, ২০২৪ সালের নির্বাচনে প্রধানমন্ত্রী শুধুমাত্র তার দল, উচ্ছিষ্টভোগী জোট, গৃহপালিত বিরোধী দল, গোয়েন্দা সংস্থার গড়া নকল দল তথাকথিত কুইন্স পার্টি, ভূঁইফোড় পার্টি, ড্রিঙ্কস পার্টি, ছিন্নমূল পার্টি এবং খুচরা কিছু পার্টি আর শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের ডামি প্রার্থীদেরই দিয়েই ভাগ-বাটোয়ারার তামাশার নির্বাচনে মরিয়া হয়ে উঠেছেন। আদতে এই ৩০০ আসনের নির্বাচনে ২ হাজার ২৬০ জন প্রার্থী হলেও ভোটার কেবল একজনই।

রিজভী জানান, গত ৪৮ ঘণ্টায় সারা দেশে গ্রেফতার করা হয়েছে ২৩৫ জন নেতাকর্মীকে, আহত হয়েছেন ৫৫ জন এবং মামলা করা হয়েছে ১২টি। এসব মামলা আসামি করা হয়েছে ৯৮৩ জন নেতাকর্মীকে।