বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
 শিরোনাম
বিএনপি নেতা মিজানুরের জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্র মামলার জামিন সংবিধান সংস্কার কমিশনের সৌজন্য সাক্ষাৎ, মতবিনিময় প্রধান বিচারপতির সঙ্গে গাজায় স্থায়ী যুদ্ধবিরতির পক্ষে প্রস্তাব পাস জাতিসংঘের সাধারণ পরিষদে অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে রাজনৈতিক দলগুলো : নাহিদ শিক্ষা, প্রযুক্তি ও অর্থনৈতিকভাবে পার্বত্য অঞ্চলকে এগিয়ে নিয়ে যেতে হবে : ড. ইউনূস বিদেশ ভ্রমণে নতুন নির্দেশনা জারি সরকারি কর্মকর্তাদের দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে : খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার জাপানের সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি বাংলাদেশের প্রতি নতুন মামলায় আনিসুল ও ফারুক খানসহ ৮ জন আটক বদলি ১২ পুলিশ সুপারকে

রাজধানীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, হতে পারে সারাদেশে

রাজধানীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, হতে পারে সারাদেশে

কয়েকদিন ধরে রোদ উঠলেই শরীর পুরে যাচ্ছে। গরমের পর রাজধানীতে মঙ্গলবার সকালে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হয়েছে। ফলে কিছুটা স্বস্তি নেমে এসেছে নগরজীবনে। 

ভোর থেকে ঢাকার আকাশ মেঘলা থাকলেও সকাল সাড়ে ৭টার দিকে বিভিন্ন স্থানে শুরু হয় গুঁড়িগুঁড়ি বৃষ্টি।  তবে বৃষ্টিতে স্বস্তি মিললেও ভোগান্তিতে পড়েছেন জীবিকার জন্য ঘরের বাইরে বের হওয়া রাজধানীবাসী।

রাজধানীর রামপুরা, মালিবাগ, হাতিরঝিল, বনানী, বারিধারা এলাকার পথঘাট দেখেও সোমবার রাতে বৃষ্টির বার্তা মিলেছে। এতে আগের দিনের তুলনায় তাপমাত্রা কিছুটা কমায় রাতের আবহাওয়া ছিল স্বস্তিদায়ক।  সোমবার রাতে দেওয়া আবহাওয়ার সবশেষ পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।