সোমবার, নভেম্বর ১০, ২০২৫

মাদারীপুরে ৩ এইচএসসি পরীক্ষার্থীর জামিন

মাদারীপুরে ৩ এইচএসসি পরীক্ষার্থীর জামিন

পুলিশের দায়ের করা মামলায় তিন এইচএসসি পরীক্ষার্থীর জামিন দিয়েছেন আদালত। শনিবার বেলা ১১টার দিকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সাজিদুল হাসান চৌধুরী তাদের জামিন দেন।

 

জামিনে মুক্তি পাওয়া তিন পরীক্ষার্থী হলো- মাদারীপুর পৌরসভার সরদার কলোনী এলাকার মনির কাজীর ছেলে তানভীর কাজী (১৮), সদর উপজেলার পশ্চিম রঘুরামপুর গ্রামের নুর মোহাম্মদ সরদারের ছেলে নুর আলম সরদার (১৮) ও একই উপজেলার চর গোবিন্দপুর গ্রামের মজিবর শিকদারের ছেলে নজরুল ইসলাম শিকদার (১৮)। রাব্বি ও নূর আলম খোয়াজপুর সৈয়দ আবুল হোসেন কলেজ এবং তানভীর মাদারীপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী।

 

জানা গেছে, গত ১৮ ও ১৯ জুলাই কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে ঢুকে মাদারীপুরে বেশ কিছু সরকারি স্থাপনায় হামলা ও ভাংচুর করে নাশকতাকারীরা। এ সময় লঞ্চঘাট এলাকার পুলিশ ফাঁড়িতে আগুন ও মোস্তফাপুরের ট্রাফিক পুলিশ বক্স ভাংচুর করে দুর্বৃত্তরা। বাঁধা দিতে গেলে আন্দোলনকারী, ছাত্রলীগ ও পুলিশের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন পুলিশসহ আহত হয় শতাধিক।