বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বঙ্গভবনে পৌঁছেছেন। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে তারা পৌছান। বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানের সঙ্গে তারা বৈঠকে বসবেন।
মঙ্গলবার সন্ধ্যায় তাদের এ বৈঠক হওয়ার কথা রয়েছে।
এর আগে এদিন বিকালে রাষ্ট্রপতি ও সেনাপ্রধানের পক্ষ থেকে তাদের বঙ্গভবনে ডেকে পাঠানো হয়।