দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে চলমান বন্যা পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘গণত্রাণ’ কর্মসূচির প্রথম দিনে অনলাইন ও অফলাইনে ২৯ লক্ষ ৭৬ হাজার ১শত ৭৩ টাকা এবং বিপুল পরিমাণ খাদ্যসামগ্রী সংগ্রহ করা হয়েছে। সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত গণত্রাণ কর্মসূচি চলমান থাকবে।
বৃহস্পতিবার (২২ আগস্ট) রাত ১১টার দিকে গণনা কার্যক্রম শেষে বিষয়টি নিশ্চিত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার। ত্রাণ সহায়তা বন্যা দুর্গত এলাকায় পৌঁছাতে কয়েকটি টিমকে এলাকা ভিত্তিক ভাগ করে পাঠানো হচ্ছে বলে জানান তিনি।
খাদ্যদ্রব্যের মধ্যে রয়েছে খাবার স্যালাইন, জরুরি ঔষধ, প্যাকেট ও বস্তাভর্তি চিড়া, মুড়ি, টোস্ট, বিস্কুট, খেজুরসহ বিভিন্ন শুকনা খাবার।
বৃহস্পতিবার সকাল থেকেই বন্যার্তদের সহায়তায় রিকশাওয়ালা, ব্যবসায়ী, শিক্ষকসহ সর্বস্তরের শ্রেণি-পেশার মানুষ তাদের সামর্থ্য অনুযায়ী অর্থ ও খাদ্যসামগ্রী নিয়ে টিএসসি এলাকায় আসেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একদল শিক্ষার্থী টিএসসি গেটে কে কী পণ্য সামগ্রী দিচ্ছেন তার তালিকা করে রাখেন। পরে সে তালিকা অনুযায়ী ত্রান সামগ্রী টিএসসির ভেতরে প্যাকেটজাত করা হয়।
