বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
 শিরোনাম
গাজায় স্থায়ী যুদ্ধবিরতির পক্ষে প্রস্তাব পাস জাতিসংঘের সাধারণ পরিষদে অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে রাজনৈতিক দলগুলো : নাহিদ শিক্ষা, প্রযুক্তি ও অর্থনৈতিকভাবে পার্বত্য অঞ্চলকে এগিয়ে নিয়ে যেতে হবে : ড. ইউনূস বিদেশ ভ্রমণে নতুন নির্দেশনা জারি সরকারি কর্মকর্তাদের দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে : খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার জাপানের সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি বাংলাদেশের প্রতি নতুন মামলায় আনিসুল ও ফারুক খানসহ ৮ জন আটক বদলি ১২ পুলিশ সুপারকে বিএনপি গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম অব্যাহত রেখেছে কুড়িগ্রামে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে মা-মেয়ে নিহত

অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা : খন্দকার মোশাররফ

অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা : খন্দকার মোশাররফ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, গত ১৬ বছরে নির্বাচন কমিশন ধ্বংস করে দিয়ে গেছে শেখ হাসিনা। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে  নির্বাচন কমিশন সংস্কার করে অতি সত্বর নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করাই অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ।

মঙ্গলবার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস ইনস্টিটিউটে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হতাহতদের সাথে মতবিনিময় ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. মোশারফ ফাউন্ডেশন, যুব কল্যাণ কর্মসূচির সভাপতি ডাক্তার শাহিদুল হাসান (বাবুল) এর সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক এনামুল হক সফর তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড. মোশাররফ ফাউন্ডেশনের সচিব ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন, ঢাকাস্থ দাউদকান্দি জাতীয়তাবাদী যুব ফোরামের সভাপতি মো. আনোয়ার হোসেন আনন্দ ও ঢাকাস্থ দাউদকান্দি

জাতীয়তাবাদী যুব ফোরামের সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান।