বৃহস্পতিবার, জানুয়ারী ১৬, ২০২৫
 শিরোনাম
দীর্ঘ ১৭ বছর পর কারামুক্ত লুৎফুজ্জামান বাবর বাতিল করা হয়েছে ‘জাতীয় পরিচয় নিবন্ধন আইন-২০২৩’ শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ রাঙ্গামাটির সাজেকে সরকার পাহাড়ি জনগোষ্ঠীর শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা জানিয়েছে প্রধান উপদেষ্টার সঙ্গে আজ জুলাই ঘোষণাপত্র নিয়ে সর্বদলীয় বৈঠক বাইডেন বিদায়ী ভাষণে অলিগার্কি সম্পর্কে সতর্ক করলেন নির্বাচনের আগেই গণহত্যার বিচার সম্পন্ন করা সম্ভব : আসিফ নজরুল এনসিটিবি ভবন ঘেরাও কর্মসূচিতে হাতাহাতি ও হামলা, অনেকে আহত অপরাধ ও বিতর্কিত ভূমিকায় জড়িত সব কর্মকর্তাদের ধরা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

জায়েদ খান আসছেন নতুন রূপে

জায়েদ খান আসছেন নতুন রূপে

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত মুখ জায়েদ খান গত জুলাই থেকেই যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। আগস্টে আওয়ামী লীগ সরকার পতনের পর আর দেশে ফেরেননি তিনি। এবার যুক্তরাষ্ট্রের একটি বাংলা সংবাদমাধ্যমে উপস্থাপক হিসেবে যোগ দিয়েছেন তিনি।

জানা গেছে, নিউইয়র্ক থেকে প্রকাশিত বাংলা সংবাদপত্র ‘ঠিকানা’য় যোগ দিয়েছেন তিনি। সেখানে প্রথমবারের মতো উপস্থাপক হিসেবে দেখা যাবে এই চিত্রনায়ককে। 

বিষয়টি নিশ্চিত করে জায়েদ খান বলেছেন, ‘বিদেশের মাটিতে ঠিকানা দেশের জন্য কাজ করছে। এই প্রতিষ্ঠানটির সঙ্গে জনপ্রিয় সাংবাদিক খালেদ মহিউদ্দিন ভাই-ও জড়িত আছেন। তাদের সঙ্গে কাজ করতে পারব, বিষয়টি আমার জন্যই আনন্দের।’

জায়েদ খান আরও বলেন, ‘প্রথমবার দর্শক আমাকে উপস্থাপক হিসেবে দেখবেন। বিষয়টি ভেবেও আমি খুব এক্সাইটেড, একইসঙ্গে নার্ভাসও। দর্শক কীভাবে আমাকে গ্রহণ করে সেটি দেখার অপেক্ষায়।’

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর জায়েদ খানের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। এমন পরিস্থিতিতে দেশে না ফিরে বরং বিদেশেই রোজগারের নতুন পথ খুঁজে নিলেন আলোচিত-সমালোচিত এই চিত্রনায়ক। 

প্রসঙ্গত, ২০০৬ সালে বড়পর্দায় অভিষেক হলেও অভিনয়ের চেয়ে  বরং পর্দার বাইরে নানা কাণ্ডের জন্যই আলোচিত জায়েদ খান। কখনো শিল্পী সমিতির নির্বাচন নিয়ে উচ্চবাচ্য করে ভাইরাল তো কখনো আবার ডিগবাজি দিয়ে হাসির খোরাক হয়েছেন তিনি।