শনিবার, ডিসেম্বর ১৩, ২০২৫
 শিরোনাম
বিজয় দিবস পালন নিয়ে কেন্দ্র থেকে দেওয়া নির্দেশনা ৫ মিনিটের ব্যবধানে সিলেটে দুটি মৃদু ভূমিকম্প জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা আজ সন্ধ্যায় নির্বাচনী শৃঙ্খলা নিশ্চিত করতে ম্যাজিস্ট্রেট নিয়োগ প্রস্তাব ইসির বিজয় দিবস উদযাপনের আগে জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ নিষিদ্ধ বিয়ে ও তালাকের ডিজিটাল নিবন্ধন বাধ্যতামূলক করার নির্দেশ হাইকোর্টের দূষণ রোধে বাধ্যতামূলক বৈশ্বিক চুক্তির দাবিতে বিশ্ববাসীর প্রতি আহ্বান তারেক রহমানের দেশে ফেরার বার্তা দিলেন মির্জা ফখরুল কোরআন প্রতিযোগিতায় বিশ্ব চ্যাম্পিয়ন আনাসকে অভিনন্দন জানালেন ধর্ম উপদেষ্টা জাতীয় নির্বাচন শেষে পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল বিভাগে শুনানি শুরু

৫ মিনিটের ব্যবধানে সিলেটে দুটি মৃদু ভূমিকম্প

৫ মিনিটের ব্যবধানে সিলেটে দুটি মৃদু ভূমিকম্প

সিলেটের বিয়ানীবাজার ও মৌলভীবাজারের বড়লেখায় বুধবার মধ্যরাতে পাঁচ মিনিটের ব্যবধানে দুই দফায় মৃদু ভূমিকম্প হয়েছে। 

বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণাকেন্দ্রের এক বার্তায় এ তথ্য জানানো হয়। 

ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণাকেন্দ্রের বার্তায় আরো বলা হয়, বুধবার দিবাগত রাত ২টা ৫০ মিনিট ৩১ সেকেন্ডে প্রথম ভূমিকম্পটি হয়। এর উৎপত্তিস্থল ছিল সিলেটের বিয়ানীবাজার। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৫।

এর পাঁচ মিনিটের মধ্যে দিবাগত রাত ২টা ৫৫ মিনিট ১৪ সেকেন্ডে আরেকবার ভূমিকম্প হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৩। এর উৎপত্তিস্থল ছিল মৌলভীবাজারের বড়লেখা।

ভূমিকম্প পর্যবেক্ষণকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবির আজকে জানান, হিমালয়ের পাদদেশে মায়ানমার, আসাম, ত্রিপুরা ও সিলেটের এসব অঞ্চলে মৃদু ভূমিকম্প প্রায় সময়ই অনুভূত হয়। এসব মৃদু ভূমিকম্প তেমন কোন ক্ষতির কারণ হয় না। এতে ভয়ের কিছু নেই।

সিলেটের বিয়ানীবাজার ও মৌলভীবাজারের বড়লেখায় বুধবার মধ্যরাতে পাঁচ মিনিটের ব্যবধানে দুই দফায় মৃদু ভূমিকম্প হয়েছে। 

বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণাকেন্দ্রের এক বার্তায় এ তথ্য জানানো হয়। 

ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণাকেন্দ্রের বার্তায় আরো বলা হয়, বুধবার দিবাগত রাত ২টা ৫০ মিনিট ৩১ সেকেন্ডে প্রথম ভূমিকম্পটি হয়। এর উৎপত্তিস্থল ছিল সিলেটের বিয়ানীবাজার। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৫।

এর পাঁচ মিনিটের মধ্যে দিবাগত রাত ২টা ৫৫ মিনিট ১৪ সেকেন্ডে আরেকবার ভূমিকম্প হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৩। এর উৎপত্তিস্থল ছিল মৌলভীবাজারের বড়লেখা।

ভূমিকম্প পর্যবেক্ষণকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবির আজ জানান, হিমালয়ের পাদদেশে মায়ানমার, আসাম, ত্রিপুরা ও সিলেটের এসব অঞ্চলে মৃদু ভূমিকম্প প্রায় সময়ই অনুভূত হয়। এসব মৃদু ভূমিকম্প তেমন কোন ক্ষতির কারণ হয় না। এতে ভয়ের কিছু নেই।