গাজীপুরের কালিয়াকৈরের খাড়াজোড়া এলাকায় একটি সুতার কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুন লাগে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রিপন মিয়া জানান, সোমবার রাত ১০টা ১২ মিনিটে আগুন নেভানো হয়।
স্থানীয়রা জানান, ওই এলাকার চান মিয়া রাইস মিলে প্রথমে আগুন লাগে। এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করেও নেভাতে পারেনি। পরে আগুন ছড়িয়ে পড়ে। এতে রাইস মিলের পেছনের সুতার কারখানায় আগুন লাগে।
