শ্বাসরুদ্ধকর ম্যাচে ডাবল সুপার ওভারের পর আফগানিস্তানের বিপক্ষে জয় পেয়েছে ভারত। দ্বিতীয়বার সুপার ওভারে ভারত প্রথমে ব্যাটে নেমে দুই উইকেটে ১১ রানে করে। আফগানিস্তান দুই উইকেট হারিয়ে ১ রান করে। ভারত জিতে যায়।
এরআগে প্রথম সুপার ওভারেও ভারত-আফগান ম্যাচে টাই হয়। সুপার ওভারে আফগানরা আগে ব্যাট করে ১৬/১ রান করে। টার্গেট তাড়ায় ভারত ১৬/১ রান করলে টাই হয়।
এশিয়ার ক্রিকেট পরাশক্তি দলের সঙ্গে উঠতি দল হিসেবে আফগানরা যে লড়াই করেছে তা এক কথায় অবিশ্বাস্য।
বুধবার বেঙ্গালুরুতে টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে রোহিত ও রিংকু সিংয়ের তাণ্ডবে ৪ উইকেটে ২১২ রানের বড় পুঁজি পেয়েছিল ভারত। জবাবে আফগানদের ইনিংসও শেষ হয় ৬ উইকেটে ২১২ রানে।
নাটকীয়ভাবে প্রথম সুপার ওভারও টাই হয়। প্রথমে ব্যাট করে আফগানরা। সফরকারীদের হয়ে ব্যাট করতে নামেন গুলবাদিন নাইব এবং রহমানুল্লাহ গুরবাজ। মুকেশ কুমারের প্রথম বলেই রান আউট হন নাইব। পরের বলে এক রান নেন মোহাম্মদ নবি। তৃতীয় বলে চার হাঁকান রহমানউল্লাহ গুরবাজ। চতুর্থ বলে আবার সিঙ্গেল। পঞ্চম বলে ছয় মারেন নবি। শেষ বল থেকে আসে ৩ রান। ফলে ১৭ রানের টার্গেট পায় ভারত।
লক্ষ্য তাড়া করতে নেমে আজমতউল্লাহ ওমরজাইয়ের প্রথম দুই বলে মাত্র ২ রান নেয় ভারত। পরের দুই বলেই ৬ হাঁকান রোহিত শর্মা। ফলে শেষ দুই বলে দরকার হয় ৩ রান। পঞ্চম বল থেকে আসে মাত্র ১। শেষ বলে জয়সওয়াল নিতে পারেন কেবল ১ রান। আবারও ম্যাচ টাই হয়।
এরপর দ্বিতীয় সুপার ওভারে প্রথমে ব্যাট করে ভারত। নামেন রোহিত এবং রিংকু। রোহিত ৩ বলে ১১ তোলার পর রিংকু প্রথম বলেই আউট হয়ে যান। পরের বলে আউট হন রোহিতও (১১)। ফলে আফগানিস্তানের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ১২ রান। ব্যাট করতে নামেন নবি এবং গুরবাজ। রোহিত এবার বল দেন রবি বিষ্ণোইকে। তিনি প্রথম বলেই আউট করেন নবিকে। তৃতীয় বলে গুরবাজকে আউট করে ভারতকে রুদ্ধশ্বাস জয় এনে দিলেন।
