রবিবার, নভেম্বর ৯, ২০২৫

নিপাহ ভাইরাস: একজনের মৃত্যু

নিপাহ ভাইরাস: একজনের মৃত্যু

নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে পাবনার এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার রাতে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। চলতি বছর এ ভাইরাসে মৃত্যুর ঘটনা এটিই প্রথম। 

তার নাম খোকন মালিথা (৪৪)। তিনি ঈশ্বরদীর মুলাডুলি ইউনিয়নের প্রতিরাজপুর গ্রামের মৃত রোস্তম আলী মালিথার ছেলে। 

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, এক সপ্তাহ আগে বাড়ির পাশের একটি খেজুরের বাগান থেকে খেজুরের রস খেয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরিবারের লোকজন প্রথমে তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এরপর রাজশাহীতে স্থানান্তর করা হয়। অবস্থার অবনতি হলে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে তিনি মারা যান। 

পাবনার সিভিল সার্জন ডা. শহীদুল্লাহ দেওয়ান বলেন, ‘নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে খোকন মালিথার মৃত্যু হয়েছে বলে আমরা নিশ্চিত হয়েছি। ঘটনাস্থলে আমাদের মেডিকেল টিম পাঠানো হয়েছে। তাদের রিপোর্ট ঢাকায় পাঠানো হবে।’