রাজশাহীর বাঘায় ৬৫০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি নিয়ে বিতর্কের জেরে প্রকাশ্যে ছুরিকাঘাতে মামুন হোসেন (৩০) নামে এক মাংস ব্যবসায়ীকে (কসাই) হত্যা করা হয়েছে। নিহত মামুন হোসেন আড়ানী পৌরসভার পিয়াদাপাড়া গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে।
শনিবার (২০ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার আড়ানী হাটে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মামুন ও খোকন পরস্পর মামাতো-ফুফাতো ভাই। একসঙ্গে তারা মাংসের ব্যবসা করতেন। কিছুদিন আগে তারা ব্যবসা আলাদা করেছেন। শনিবার দুইজনে পাশাপাশি গরুর মাংস বিক্রি করছিলেন। খোকন ৭০০ টাকা আর মামুন ৬৫০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি করছিলেন। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে প্রকাশ্যে ছুরি দিয়ে কুপিয়ে মামুনকে আহত করেন খোকন। এরপর মামুনকে আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
এ বিষয়ে মামুনের ছোট ভাই মানিক হোসেন বলেন, ব্যবসা আলাদা করার পর থেকে খোকন বিভিন্ন সময়ে মামুনকে হুমকি দিয়ে আসছিলেন। আমাকে বিষয়টি কয়েকদিন আগে জানিয়েছিলেন মামুন।
এ বিষয়ে বাঘা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
