সোমবার, নভেম্বর ১০, ২০২৫
 শিরোনাম
হাজিরা দিতে এসে খুন হলেন শীর্ষ সন্ত্রাসী মামুন জাতীয় ঈদগাহে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা অতীতের কলঙ্ক ঘোচাতে সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই: ইসি আনোয়ারুল চট্টগ্রাম বন্দরকে আন্তর্জাতিক মানে নিতে বিদেশি ব্যবস্থাপনার প্রয়োজন: নৌপরিবহন উপদেষ্টা প্লট বরাদ্দে জালিয়াতি মামলায় শেখ হাসিনাসহ ১২ জনের সাক্ষ্য গ্রহণ শেষ সুন্দরবন সংলগ্ন এলাকার বিদ্যালয়গুলো পরিদর্শন করলেন গণশিক্ষা উপদেষ্টা অনলাইন ভ্যাট রিফান্ড মডিউল চালু করেছে এনবিআর বিপ্লব ও সংহতি দিবসের ৫০ বছর উপলক্ষে খালেদা জিয়াকে আমন্ত্রণপত্র প্রদান বাংলাদেশের চিকিৎসা সেবা এখন বিশ্বমানের: নিটোর পরিচালক সারাদেশে শুষ্ক আবহাওয়া অব্যাহত থাকতে পারে

সারাদেশে আজ তিন দিনব্যাপী ভূমি মেলা শুরু

সারাদেশে আজ তিন দিনব্যাপী ভূমি মেলা শুরু

সারাদেশে আজ তিন দিনব্যাপী ভূমি মেলা শুরু হয়েছে। ই-নামজারিসহ মেলায় থাকছে নানা সেবার আয়োজন।

ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সার্বিক সহযোগিতায় ‘ভূমি মেলা-২০২৫’ শুরু হয়।

মেলার এবারের প্রতিপাদ্য ‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’।

রাজধানী ঢাকার সাত রাস্তায় ভূমি ভবনে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার। অনুষ্ঠানে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকার বাইরে প্রতিটি জেলা প্রশাসন স্ব স্ব উদ্যোগে এই মেলার আয়োজন করছে। জেলা প্রশাসনের নির্ধারিত স্টলে গিয়ে করা যাবে ই-নামজারির আবেদন। কোনো ধরনের হয়রানি ছাড়াই দিনে দিনে সরবরাহ করা হবে জমির খতিয়ান। পাওয়া যাবে মৌজার ম্যাপ এবং অনলাইনে খতিয়ানের সার্টিফায়েড কপি। এছাড়া ভূমির বিভিন্ন ধরনের ডিজিটালাইজেশন নিয়ে সেবক গ্রহীতাদের  অবহিত করা হবে মেলাগুলোতে।

ভূমি মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, দেশের প্রতিটি জেলায় জেলা প্রশাসনসহ উপজেলা-সার্কেল ভূমি অফিস এবং ইউনিয়ন ভূমি অফিসগুলোতেও এ মেলা আয়োজন করা হয়েছে। 

বিভিন্ন স্থানে শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হওয়া এ মেলা চলবে আগামী  ২৭ শে মে পর্যন্ত।