সোমবার, নভেম্বর ১০, ২০২৫
 শিরোনাম
কক্সবাজার সৈকতের ভাঙন রোধে ৬২৪ কোটি টাকার প্রকল্প অনুমোদিত সেবাগ্রহীতার বিরুদ্ধে দুর্ব্যবহার করলে নেয়া হবে কঠোর পদক্ষেপ শহীদ মিনারে তৃতীয় দিনেও চলছে শিক্ষকদের অবস্থান কর্মসূচি হাজিরা দিতে এসে খুন হলেন শীর্ষ সন্ত্রাসী মামুন জাতীয় ঈদগাহে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা অতীতের কলঙ্ক ঘোচাতে সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই: ইসি আনোয়ারুল চট্টগ্রাম বন্দরকে আন্তর্জাতিক মানে নিতে বিদেশি ব্যবস্থাপনার প্রয়োজন: নৌপরিবহন উপদেষ্টা প্লট বরাদ্দে জালিয়াতি মামলায় শেখ হাসিনাসহ ১২ জনের সাক্ষ্য গ্রহণ শেষ সুন্দরবন সংলগ্ন এলাকার বিদ্যালয়গুলো পরিদর্শন করলেন গণশিক্ষা উপদেষ্টা অনলাইন ভ্যাট রিফান্ড মডিউল চালু করেছে এনবিআর

ভূমি সেবা জনবান্ধব করা হচ্ছে তথ্য প্রযুক্তির মাধ্যমে : ভূমি উপদেষ্টা

ভূমি সেবা জনবান্ধব করা হচ্ছে তথ্য প্রযুক্তির মাধ্যমে : ভূমি  উপদেষ্টা

ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, তথ্য প্রযুক্তির মাধ্যমে ভূমি সেবা জনবান্ধব করা হচ্ছে।

আজ রাজধানীর ভূমি ভবনের সেমিনার কক্ষে ভূমি মেলা, ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় তিনি বলেন, ‘ভূমি সেবা প্রদানে আধুনিক বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তির ব্যবহারের ফলে সেবাগ্রহীতাদের মধ্যে সন্তুষ্টির মাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। ভূমি মন্ত্রণালয়ের সাম্প্রতিক প্রযুক্তিগত অগ্রগতি, সংস্কার ও অর্জন বিভিন্ন শ্রেণির নাগরিকের দৃষ্টি আকর্ষণ করেছে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ।

অনুষ্ঠানে উপদেষ্টা বলেন, ‘সরকার ইতোমধ্যে ভূমি ব্যবস্থাপনাকে আরও স্বচ্ছ ও জনবান্ধব করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। নামজারি, ভূমি উন্নয়ন কর ও খতিয়ান সেবা শতভাগ অনলাইন করাসহ এ সংক্রান্ত যাবতীয় পেমেন্ট ক্যাশলেস করা হয়েছে। অনলাইনেই ভূমি উন্নয়ন কর দেওয়া সম্ভব হচ্ছে, ফলে দৈনিক গড়ে ১০-১২ কোটি টাকা সরকারি কোষাগারে জমা হচ্ছে। ভূমি সেবার সাথে যুক্ত হয়েছে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) তথা পেমেন্ট গেটওয়েসহ অর্থ বিভাগের এ-চালান সিস্টেম। এতে নাগরিকদের অনলাইন সিস্টেমে পরিশোধিত ফি- সমূহ তাৎক্ষণিকভাবে সরকারি কোষাগারে জমা হচ্ছে।’

সভায় উপস্থিত ছিলেন তথ্য প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী এনডিসি, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) এ.জে.এম সালাহউদ্দিন নাগরী, মন্ত্রণালয়ের অধিগ্রহণ ও খাসজমি অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. মো. মাহমুদ হাসান, জরিপ ও সায়রাত অনুবিভাগের অতিরিক্ত সচিব সায়মা ইউনুস এনডিসি, মো. আব্দুর রউফ এনডিসি, আইন অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. এমদাদুল হক চৌধুরী, উন্নয়ন অনুবিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ মাহফুজুর রহমান, মাঠ প্রশাসন অনুবিভাগের অতিরিক্ত সচিবসহ ভূমি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।