সোমবার, নভেম্বর ১০, ২০২৫
 শিরোনাম
জাতীয় ঈদগাহে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা অতীতের কলঙ্ক ঘোচাতে সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই: ইসি আনোয়ারুল চট্টগ্রাম বন্দরকে আন্তর্জাতিক মানে নিতে বিদেশি ব্যবস্থাপনার প্রয়োজন: নৌপরিবহন উপদেষ্টা প্লট বরাদ্দে জালিয়াতি মামলায় শেখ হাসিনাসহ ১২ জনের সাক্ষ্য গ্রহণ শেষ সুন্দরবন সংলগ্ন এলাকার বিদ্যালয়গুলো পরিদর্শন করলেন গণশিক্ষা উপদেষ্টা অনলাইন ভ্যাট রিফান্ড মডিউল চালু করেছে এনবিআর বিপ্লব ও সংহতি দিবসের ৫০ বছর উপলক্ষে খালেদা জিয়াকে আমন্ত্রণপত্র প্রদান বাংলাদেশের চিকিৎসা সেবা এখন বিশ্বমানের: নিটোর পরিচালক সারাদেশে শুষ্ক আবহাওয়া অব্যাহত থাকতে পারে ৫০ শতাংশ সেনা সরানোর তথ্য ভিত্তিহীন: স্বরাষ্ট্র উপদেষ্টা

আলজেরিয়ার রাষ্ট্রদূতের সাথে বাণিজ্য উপদেষ্টার সাক্ষাৎ

আলজেরিয়ার রাষ্ট্রদূতের সাথে বাণিজ্য উপদেষ্টার সাক্ষাৎ

বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের সঙ্গে সচিবালয়ে তার কার্যালয়ে ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলৌহাব সাইদানী সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে তারা দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং বাণিজ্য বৃদ্ধি সম্পর্কিত বিষয়গুলি নিয়ে আলোচনা করেছেন।

বাণিজ্য উপদেষ্টা বলেন, বিদ্যমান পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে টেকসই করার জন্য উভয় দেশকে বাণিজ্য সম্ভাবনা কাজে লাগাতে হবে। তিনি আলজেরিয়ার বিনিয়োগকারী এবং উদ্যোক্তাদের বাংলাদেশে আরও বিনিয়োগ করার আহ্বান জানান।

বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পাট উৎপাদনকারী দেশ উল্লেখ করে বশির বাংলাদেশ থেকে আরও বেশি ঐতিহ্যবাহী পাটজাত পণ্য আমদানি করতে আলজেরিয়ার প্রতি আহ্বান জানান। জবাবে, আলজেরিয়ার রাষ্ট্রদূত দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির জন্য আন্তঃসরকার যৌথ অর্থনৈতিক কমিশন গঠনের উপর জোর দেন।

আলজেরিয়ায় পাটজাত পণ্যের চাহিদা রয়েছে উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, তারা বাংলাদেশ থেকে আরও বেশি পাটজাত পণ্য আমদানি করতে আগ্রহী।

তিনি আলজেরিয়ায় আসন্ন এক্সপোতে বাংলাদেশি ঐতিহ্যবাহী পাট এবং পাটজাত পণ্য প্রদর্শনের পরামর্শও দেন।

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান, অতিরিক্ত সচিব এম আবদুর রহিম খান এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (আফ্রিকা উইং) বিএম জামাল হোসেন এ সময় উপস্থিত ছিলেন।