রবিবার, নভেম্বর ৯, ২০২৫

বিমান দুর্ঘটনায় আহত, নিহত ও নিখোঁজদের তালিকা করতে মাইলস্টোন স্কুলের কমিটি গঠন

বিমান দুর্ঘটনায় আহত, নিহত ও নিখোঁজদের তালিকা করতে মাইলস্টোন স্কুলের কমিটি গঠন

বিমান দুর্ঘটনায় আহত, নিহত ও নিখোঁজদের তালিকা করতে কমিটি গঠন করেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ।

অধ্যক্ষ মো. জিয়াউল আলমকে সভাপতি করে গঠিত ছয় সদস্যের এ কমিটিতে রয়েছেন উপাধ্যক্ষ (প্রশাসন) মো. মাসুদ আলম, প্রধান শিক্ষিকা মিসেস খাদিজা আক্তার, কো-অর্ডিনেটর মিসেস লুৎফুন্নেসা লোপা, অভিভাবক প্রতিনিধি হিসেবে থাকছেন চতুর্থ শ্রেণির (ক্লাস কোড: ২২৭৪) ছাত্রী যাইমা জাহানের বাবা মনিরুজ্জামান মোল্লা এবং দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের দুই ছাত্র মারুফ বিন জিয়াউর রহমান ও মো. তাসনিম ভূঁইয়া প্রতিক।

অধ্যক্ষের স্বাক্ষরিত এক আদেশে বলা হয়, কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে তাদের কার্যক্রম সম্পন্ন করে প্রতিবেদন জমা দিতে হবে।

কমিটির সদস্যদেরকে দেয়া চিঠিতে অধ্যক্ষ লিখেছেন, গত ২১ জুলাই ২০২৫, সোমবার দুপুর ১টা ১২ মিনিটে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, দিয়াবাড়ি ক্যাম্পাসের বিদ্যালয় ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এতে ঘটনাস্থলেই বহু কোমলমতি শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও অভিভাবক আহত এবং নিহত হন।

দুর্ঘটনায় আহত, নিহত ও নিখোঁজদের প্রকৃত সংখ্যা নির্ণয় ও তাদের নাম-ঠিকানাসহ তালিকা তৈরির জন্য শিক্ষক, কর্মকর্তা, অভিভাবক ও শিক্ষার্থীদের সমন্বয়ে এই কমিটি গঠন করা হয়েছে।