পাবনার চাটমোহরে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে হামলা, ভাঙচুর ও ম্যানেজারকে মারধর করে আহত করার মামলার প্রধান আসামি লোকমান হোসেনকে (৩৫) গ্রেফতার করেছে র্যাব।
রোববার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার বিকালে উপজেলার ফৈলজানা এলাকার এক প্রতিবেশীর বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার লোকমান ওই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে ও ইউনিয়ন পরিষদের ৩ নাম্বার ওয়ার্ড সদস্য। এছাড়া তিনি একই ইউনিয়ন যুবদলের আহ্বায়কও ছিলেন। শুক্রবার রাতে তাকে প্রাথমিক পদ স্থগিতসহ দল থেকে বহিষ্কার করে জেলা যুবদল।
রোববার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১২, সিপিসি-২ পাবনার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার এনামুল হক তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, ৩১ জুলাই দুপুরে পাবনার চাটমোহরে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ফৈলজানা শাখায় ব্যাপক ভাঙচুর এবং ব্যাংকের শাখা ব্যবস্থাপক শামসুজ্জামান নয়নসহ অন্য কর্মচারীদের মারধর করে আহত করেন লোকমান হোসেন ও তার অনুসারীরা।
র্যাব জানায়, লোকমান ওই ব্যাংক থেকে তিন লাখ টাকা ঋণ নেন। দীর্ঘদিন ধরে ঋণ পরিশোধ না করায় ব্যাংক কর্তৃপক্ষ তার নামে আদালতে ঋণখেলাপির মামলা দায়ের করে। এরপর ক্ষিপ্ত হয়ে বৃহস্পতিবার দুপুরে লোকমান ও তার অনুসারীদের নিয়ে এ ঘটনা ঘটায়।
চাটমোহর থানার ওসি মনজুরুল আলম বলেন, লোকমানকে রোববার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
