স্বাস্থ্য খাতের সিন্ডিকেট ভেঙে দেওয়া ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের চিকিৎসা সেবা আধুনিকায়নসহ ৩ দফা দাবিতে ফের ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেছেন স্বাস্থ্যখাত সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা।
পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে সোমবার (১১ আগস্ট) দুপুর ১২টার দিকে নথুল্লাবাদ বাস টার্মিনাল সংলগ্ন মহাসড়ক আটকে দেয় আন্দোলনকারীরা। এতে ভোগান্তিতে পড়েন মহাসড়কটি ব্যবহারকারীরা।
‘ছাত্র-জনতার’ ব্যানারে চলা এ আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। টানা ১৬ দিন ধরে চলা এ আন্দোলন কর্মসূচির আওতায় আজ পঞ্চম দিনের মতো ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করা হল। এর আগের চারদিনও বেলা সাড়ে ১১টা থেকে প্রায় সন্ধ্যা পর্যন্ত প্রায় মহাসড়কটি অবরোধ করে রাখা হয়।
সড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান দিচ্ছে আন্দোলনকারীরা। ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ থাকলেও তারা চুপচাপ দাঁড়িয়ে আছে।
মহাসড়ক বন্ধ থাকায় সড়কের দুপাশে বাসসহ শত শত যানবাহন আটকা পড়েছে। দুর্ভোগে পড়েছে মহাসড়কটি ব্যবহারকারীরা।
বরিশাল বিমান বন্দর থানার ওসি জসিম সিকদার বলেন, সমস্যা নিরসনে আলোচনা চলছে। আশাকরি দ্রুত অবরোধ উঠে যাবে।
