রবিবার, নভেম্বর ৯, ২০২৫

৪৯ দে‌শ থেকে ইজতেমায় বিদেশি মুসল্লি

৪৯ দে‌শ থেকে ইজতেমায় বিদেশি মুসল্লি

ইজ‌তেমা মি‌ডিয়া সমন্বয়ক হা‌বিবুল্লাহ রায়হান জানান, শ‌নিবার সকাল ৭টা পর্যন্ত ৪৯টি দে‌শের বি‌দে‌শি মুস‌ল্লি এ‌সে‌ছেন ২ হাজার তিনশত চারজন। এর ম‌ধ্যে উর্দু খিমায় আগত বি‌দে‌শি মুস‌ল্লি ৭শত ৫০ জন। ইং‌লিশ খিমায় ৭শত ৭৬ জন। আরব খিমায় ২ শত ৪২ জন। বাংলা খিমায় ৫ শত ৩৬ জন।

রবিবার ফজ‌রের নামাজের পর হেদা‌য়ে‌তের বয়ান কর‌বেন মাওলানা জিয়াউল হক। হেদা‌য়ে‌তের বয়ান শে‌ষে মোনাজাত শুরু হ‌বে ব‌লে জানান ইজ‌তেমা আ‌যোজক ক‌মি‌টি।

হা‌বিবুল্লাহ রায়হান জানান, রোববার ফজ‌রের পর হেদা‌য়ে‌তি বয়ান শেষে মোনাজাত শুরু হ‌বে। ১১ থে‌কে ১২টার ম‌ধ্যে মোনাজাত শুরু হ‌বে।