রবিবার, নভেম্বর ৯, ২০২৫

পরিকল্পনা কমিশনের সদস্য মো. রুহুল আমিন এখন ওএসডি

পরিকল্পনা কমিশনের সদস্য মো. রুহুল আমিন এখন ওএসডি

পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) মো. রুহুল আমিনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে পদায়ন করা হয়েছে।

আজ রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রফিকুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারি করা হয়। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

এদিকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সেলিম খানকে কৃষি মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রফিকুল হক স্বাক্ষরিত এ সংক্রান্ত অপর এক প্রজ্ঞাপন জারি করা হয়।