বুধবার, নভেম্বর ১২, ২০২৫
 শিরোনাম
অভ্যন্তরীণ বা বৈদেশিক শক্তি নির্বাচনে বাধা দিতে পারবে না: শফিকুল আলম অপরাধীদের কোন ছাড় হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা আচরণবিধি ভাঙলে প্রার্থিতা বাতিল গুজব ও বিভ্রান্তি রোধে বিশেষ সাইবার সেল কার্যক্রম শুরু আইবাস সিস্টেমে সরকারি চাকরিজীবীদের জন্য আয়কর কর্তনের নির্দেশ তত্ত্বাবধায়ক সরকার নিয়ে সুপ্রিম কোর্টের রায় ২০ নভেম্বর ইউনেস্কোর সভাপতি নির্বাচিত হওয়া আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের বড় অর্জন: শিক্ষা উপদেষ্টা হাসিনাসহ ২৮৬ আসামির রাষ্ট্রদ্রোহ মামলা বিচারের জন্য প্রস্তুত বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে অঙ্গীকার করল বাংলাদেশ ও মালয়েশিয়া ব্যালট পেপার ছাপার জন্য কেপিএম থেকে কাগজ নিচ্ছে ইসি

রিজার্ভ চুরি সংক্রান্ত মামলায় প্রতিবেদন জমা দেওয়ার তারিখ ৮ ডিসেম্বর

রিজার্ভ চুরি সংক্রান্ত মামলায় প্রতিবেদন জমা দেওয়ার তারিখ ৮ ডিসেম্বর

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৮ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত।

আজ (মঙ্গলবার)  মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে মামলার তদন্ত সংস্থা সিআইডি প্রতিবেদন দাখিল না করায়, ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন  প্রতিবেদন দাখিলের জন্য নতুন এ দিন ধার্য করেন।

২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে জালিয়াতি করে সুইফট কোডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি করা হয়। 
পরে ওই টাকা ফিলিপাইনে পাঠানো হয়। দেশের অভ্যন্তরের কোনো একটি চক্রের সহায়তায় হ্যাকার গ্রুপ রিজার্ভের অর্থপাচার করে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

ওই ঘটনায় একই বছরের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের উপ-পরিচালক জোবায়ের বিন হুদা বাদী হয়ে অজ্ঞাতানামাদের আসামি করে মতিঝিল থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ (সংশোধনী ২০১৫) এর ৪-সহ তথ্য ও প্রযুক্তি আইন-২০০৬ এর ৫৪ ও ৩৭৯ ধারায় একটি মামলা করেন। 

মামলাটি বর্তমানে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তদন্ত করছে।