সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫
 শিরোনাম
বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে আগ্রহ মালয়েশিয়ার: হাইকমিশনার ধর্মীয় বিভাজন রোধে কঠোর অবস্থান নিতে হবে : মির্জা ফখরুল পঞ্চগড়ে আজও ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে শীতল আবহাওয়া ২৫ ডিসেম্বর পর্যন্ত পোস্টাল ভোটে নিবন্ধনের সুযোগ পাবেন নির্বাচনী কর্মীরা পেঁয়াজ সীমিত আকারে আমদানির অনুমতি দেয়া হবে: কৃষি মন্ত্রণালয় ভারত বাংলাদেশের সঙ্গে আরও জোরদার সম্পর্ক চায় : প্রণয় ভার্মা মোবাইল খাতের ব্যবসায়ীরা বিটিআরসি ঘেরাওয়ের ঘোষণা দিলেন খালেদা জিয়ার খোঁজ নিতে ফের হাসপাতালে হাজির জোবাইদা রহমান শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সর্বোচ্চ প্রস্তুত সরকার: পররাষ্ট্র উপদেষ্টা মেডিকেল বোর্ডের নির্দেশনা পেলেই পৌঁছবে কাতারের বিশেষায়িত রয়েল অ্যাম্বুলেন্স

পেঁয়াজ সীমিত আকারে আমদানির অনুমতি দেয়া হবে: কৃষি মন্ত্রণালয়

পেঁয়াজ সীমিত আকারে আমদানির অনুমতি দেয়া হবে: কৃষি মন্ত্রণালয়

পেঁয়াজের বাজার সহনীয় রাখতে আগামীকাল ৭ ডিসেম্বর থেকে সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি প্রদান করা হবে।

কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ জাকির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, প্রতিদিন ৫০টি করে আইপি (আমদানি অনুমতি) ইস্যু করা হবে। প্রত্যেকটি আইপিতে সর্বোচ্চ ৩০ টন পেঁয়াজের অনুমোদন দেয়া হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১ আগস্ট ২০২৫ থেকে অদ্যাবধি যে সকল আমদানিকারক রপ্তানি অনুমতির জন্য আবেদন করেছেন তারাই কেবল আবেদন পুনরায় দাখিল করতে পারবেন।

একজন আমদানিকারক একবারের জন্য আবেদনের সুযোগ পাবেন।

পেঁয়াজের বাজার সহনীয় রাখতে পুনরাদেশ না দেয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।