জিম্মিদশা থেকে মুক্তির পর উপকূলের সন্ধান পাওয়া এমভি আব্দুল্লাহ জাহাজের ২৩ নাবিক একসঙ্গেই দুবাই থেকে দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে দুই নাবিক দুবাইয়ে নামবেন জানালেও মঙ্গলবার (২৩ এপ্রিল) নতুন সিদ্ধান্ত হয়েছে।
বাংলাদেশমুখী পণ্য নিয়ে একসঙ্গে তারা তাদেরই জাহাজে করে বাংলাদেশে ফিরবেন।
মঙ্গলবার বিকালে দুবাইয়ের হামরিয়া বন্দর থেকে ধারণ করা একটি ভিডিওতে দেখা গেছে, জাহাজ থেকে ক্রেনে কয়লা খালাস করা হচ্ছে। আর নাবিকরা জাহাজেই অবস্থান করে নিজ নিজ দায়িত্ব পালন করছেন। সে সময় সেখানে উপস্থিত ছিলেন এসআর শিপিং লাইনসের প্রধান নির্বাহী মেহেরুল করিম। সেখান থেকে তিনি প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘সবকিছু স্বাভাবিক গতিতে চলছে। নাবিকরা সবাই সুস্থ আছেন এবং নিজ নিজ কর্মে নিয়োজিত আছেন।’
তিনি বলেন, ‘ইতোমধ্যেই বাংলাদেশমুখী পণ্য পরিবহনের আদেশ পাওয়া গেছে। সব নাবিক একসঙ্গে জাহাজ নিয়ে বাংলাদেশ ফিরবেন।’
প্রাপ্ত তথ্য অনুযায়ী, জাহাজটি আগে থেকেই বাংলাদেশমুখী ট্রিপ খোঁজার চেষ্টা অব্যাহত রেখেছিল। এখন সপ্তাহখানেকের মধ্যে কয়লা খালাস শেষ করে পণ্য নিয়ে বাংলাদেশের উদ্দেশে রওনা হতে চায়। সব ঠিক থাকলে মে মাসের মাঝামাঝি বাংলাদেশে ফিরতে পারে জাহাজটি।’
