রবিবার, নভেম্বর ৯, ২০২৫

মিয়ানমার থেকে দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি

মিয়ানমার থেকে দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি
মিয়ানমার নৌবাহিনীর ‘চিন ডুইন’ জাহাজে করে কক্সবাজার শহরে ফিরেছেন ১৭৩ জন বাংলাদেশি। দীর্ঘ দেড় থেকে দুই বছর তাঁরা মিয়ানমারের রাখাইন রাজ্যের রাজধানী সিথুয়ে (আকিয়াব) কারাগারে বন্দী ছিলেন। আজ বুধবার বেলা সোয়া একটার দিকে গভীর সাগরে অপেক্ষমাণ মিয়ানমারের জাহাজ থেকে ১৭৩ জনকে বাংলাদেশ নৌবাহিনীর আরেকটি জাহাজে তুলে শহরের বাঁকখালী নদীর বিআইডব্লিউটিএ জেটিঘাটে আনা হয়। এরপর স্বাস্থ্য পরীক্ষা ও ইমিগ্রেশনের জন্য সবাইকে একটি প্যান্ডেলের ভেতরে রাখা হয়। বেলা আড়াইটার দিকে যাঁদের বিরুদ্ধে মামলা নেই, তাঁদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। যাঁদের বিরুদ্ধে মামলা আছে, তাঁদের নিজ নিজ থানার মাধ্যমে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে মর্মে জানা গেছে। ১৭৩ জনের মধ্যে ৩ জন নারীও রয়েছেন। তাঁদের বাড়ি বান্দরবান সদরে। ঘটনাস্থলে ছিলেন জাতীয় সংসদের হুইপ ও কক্সবাজার-৩ (সদর-রামু ও ঈদগাঁও) আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল। তিনি বলেন, সরকারের আন্তরিক প্রচেষ্টায় মিয়ানমারের কারাগারে বন্দী ১৭৩ বাংলাদেশিকে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। যাঁদের ইতিমধ্যে সাজার মেয়াদ শেষ হয়েছে। কক্সবাজারের পুলিশ সুপার মো. মাহাফুজুল ইসলাম বলেন, ফেরত আসা ১৭৩ বাংলাদেশিকে প্রথমে বিজিবি গ্রহণ করে পুলিশকে হস্তান্তর করবে। যাচাই-বাছাই শেষে ১৭৩ জনের সবাইকে পুলিশের মাধ্যমে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।