সোমবার, নভেম্বর ১০, ২০২৫

হিট স্ট্রোক: খেতে মিলল কৃষকের লাশ

হিট স্ট্রোক: খেতে মিলল কৃষকের লাশ
এদিকে তীব্র দাবদাহ থেকে রক্ষা পেতে বৃষ্টির আশায় কুড়িগ্রাম, রাজশাহী, ফরিদপুর, ঝিনাইদহ, ফেনী, জয়পুরহাট, রাজবাড়ী ও বরিশালে নামাজ পড়েছেন স্থানীয়রা। পরে আল্লাহর রহমত কামনা করে দাবদাহ থেকে মুক্তি এবং বৃষ্টির জন্য মোনাজাত করা হয়। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বুধবার মোংলায় সর্বোচ্চ ৪১.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। খুলনা বিভাগের জেলাগুলোসহ দিনাজপুর, নীলফামারী, রাজশাহী, পাবনা, ফরিদপুর ও গোপালগঞ্জের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে গেছে। এসব জেলায় ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। বাকি জেলাগুলোতে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ ছিল। আজও একই অবস্থা অব্যাহত থাকতে পারে। আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, বাতাসে জলীয়বাষ্পের আধিক্য থাকায় মানুষের শরীরে বেশি অস্বস্তি লাগছে। অনেকে এই অস্বস্তি সহ্য করতে পারেন না। আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে তিনি জানান, আজ অস্থায়ীভাবে আকাশ মেঘলা থাকতে পারে। বুধবারের মতো আজও তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। সিলেট অঞ্চল ছাড়া আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। বেশি বৃষ্টি হলে তাপমাত্রা কিছুটা কমবে। খেতে মিলল কৃষকের লাশ : লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, উপজেলার চুনতিতে নিজ মরিচখেত থেকে সামশুল আলম (৬০) নামে এক বৃদ্ধ কৃষকের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুর ১টায় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম চুনতি হাদুর পাহাড় এলাকায় তার লাশ পাওয়া যায়। তার ভাতিজা ইলিয়াছ চৌধুরী জানান, তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে, তীব্র গরমে খেতে কাজ করার সময় হিট স্ট্রোকে তার মৃত্যু হয়েছে। চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলাউদ্দিন বলেন, লাশ উদ্ধারের বিষয়টি জেনেছি। মোটরসাইকেল চালকের মৃত্যু : চরফ্যাশন দক্ষিণ (ভোলা) প্রতিনিধি জানান, উপজেলার আবুবক্করপুর গ্রামের ১নং ওয়ার্ডের মোটরসাইকেলচালক মিরাজ (২৭) হিট স্ট্রোকে মারা গেছেন। তার বাবা রফিকুল ইসলাম বলেন, বুধবার বেলা ১১টায় প্রচণ্ড রোদে সে মাথা ঘুরে পড়ে যায়। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সে ৩ সন্তানের বাবা। ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে সংসার চালাতো সে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুভন কুমার বসাক বলেন, তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।