সোমবার, নভেম্বর ১০, ২০২৫

উখিয়ায় অস্ত্র-গ্রেনেড ও রকেট সেলসহ দুই সন্ত্রাসী আটক

উখিয়ায় অস্ত্র-গ্রেনেড ও রকেট সেলসহ দুই সন্ত্রাসী আটক

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন ‘লাল পাহাড়’ নামে পরিচিত দুর্গম পাহাড়ে রোহিঙ্গা সন্ত্রাসী গোষ্ঠি আরকান রোহিঙ্গা সলিডিরিটি অর্গানাইজেশন-আরসার একটি আস্তানার সন্ধান পেয়েছে র‌্যাব। আস্তানায় অভিযান চালিয়ে র‌্যাব সদস্যরা বিপুল পরিমাণ অস্ত্র, গ্রেনেড ও রকেট সেল উদ্ধার করেছে।
 
র‌্যাব-১৫-এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো আবু সালাম চৌধুরী জানিয়েছেন, এসময় আস্তানা থেকে আরসা সন্ত্রাসীদের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাবের আভিযানিক দল। 

আবু সালাম চৌধুরী জানান, উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন দুর্গম পাহাড়ী এলাকার লাল পাহাড়ে সম্প্রতি মিয়ানমারের রাখাইন ষ্টেটের সন্ত্রাসী গ্রুপ-আরসা সদস্যরা নতুন করে একটি আস্তানা স্থাপন করেছে বলে সংবাদ পায় র‌্যাব।

কক্সবাজারের র‌্যাব-১৫-এর সদস্যরা এমন সংবাদ পেয়ে মঙ্গলবার মধ্যরাত থেকে একাধিক দলে বিভক্ত হয়ে ঐ পাহাড়ে অভিযান শুরু করে।

র‌্যাব সদস্যরা রাতভর অভিযানের পর বুধবার ভোরের দিকে আস্তানা ঘেরাও করতে সমর্থ হয়। এরপরই আরসার সন্ত্রাসীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এক পর্যায়ে র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি ছুড়লে দু পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়।

এ সময় আরসার সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার সময় র‌্যাব সদস্যরা দুই আরসার সন্ত্রাসীকে আটক করে এবং আস্তানাটি সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে আসে।

তিনি জানান, পরে র‌্যাব সদস্যরা পাহাড়ের বিভিন্ন স্থানে তল্লাশি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্রসহ বিষ্ফোরক উদ্ধার করে। ঘটনাস্থলে সেনাবাহিনীর দলকে অবিষ্ফোরিত বোমা নিয়ন্ত্রণে ডাকা হয়েছে বলেও জানান তিনি।