শনিবার, নভেম্বর ৮, ২০২৫

প্রকাশ্যে ধোনির মুখে সিগারেট, অন্তর্জালে তোপ

প্রকাশ্যে ধোনির মুখে সিগারেট, অন্তর্জালে তোপ

ভারতীয় ক্রিকেটের অন্যতম ভদ্র ও মার্জিত ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি। তার ক্রিকেট ক্যারিয়ার গোটা বিশ্বে আলোচিত। অসাধারন ক্যাপ্টেন্সি, দুর্দান্ত উইকেট কিপিং বা নিখুঁত ফিনিশিং এর জন্য বহুবার সংবাদের শিরোনাম হয়েছেন ধোনি। তবে এবার এক ভিন্ন কারণেই শিরোনাম বনে গেলেন ক্যাপ্টেন কুল।

একটি অনুষ্ঠানে প্রকাশ্যে ধূমপান করতে দেখা যায় তাকে। তা ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। যে কারণে নেটিজেনদের তোপের মুখে পড়েছেন তিনি।

ধোনির হুঁকা টানার ভিডিও শেয়ার করে টুইটারে একজন লিখেছেন, ‘এমএস ধোনি গাঁজা আর ড্রাগসের প্রচার করছেন। শুধু ভাবুন একবার যে এটি ভক্তদের উপর কেমন প্রভাব ফেলছে। দেশের মানুষের মনে নেতিবাচক প্রভাব ফেলার জন্য এই মানুষটাকে গ্রেপ্তার করা উচিত। এই প্রতারক খেলোয়াড়কে বয়কট করুন। ’

আরেকজন লিখেছেন, ‘এটা এমএস ধোনি! আমি তো নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না। তবুও আমি তার একজন ভক্ত। ‘

তবে শুধুই যে ভক্তদের রোষানলে পড়েছেন ধোনি তা কিন্তু নয়। কেউ কেউ লিখেছেন, ‘মাঝেমাঝে শখ করে অনেকেই হুঁকা টান দেন। ধোনি নিয়মিত ধূমপান করেন না। একটি অনুষ্ঠানে গিয়ে হুঁকায় দু’একটা টান দিতেই পারেন তিনি। ধোনি কী করবেন, কী খাবেন— এ সব কিছুই তার ব্যক্তি স্বাধীনতা। ’

এদিকে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার পর কেবল আইপিএলেই দেখা যায় ধোনিকে। সামনের মৌসুমে আবারও চেন্নাই সুপার কিংসের হয়ে মাঠে নামবেন তিনি।