রবিবার, এপ্রিল ২০, ২০২৫
 শিরোনাম
এনসিপি নেতৃবৃন্দের ভূমিকা অগ্রগণ্য ভূমিকা পালন করেছে ফ্যাসিবাদ নির্মূলে : আলী রীয়াজ পাটের তৈরি বাজারের ব্যাগ সরবরাহ করা হবে ভর্তুকি মূল্যে : পরিবেশ উপদেষ্টা সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে কাল থেকে বিচারকাজ শুরু হাইকোর্টের ৪৮টি বেঞ্চে ঢাকা ও ইসলামাবাদের এফওসি প্রায় ১৫ বছর পর অনুষ্ঠিত হয় বাংলাদেশ ভারতের সংখ্যালঘু মুসলিমদের ‘পূর্ণ নিরাপত্তা’ নিশ্চিত করার আহ্বান জানালো ঢাকা শহরের চারদিকে ব্লু নেটওয়ার্ক গড়ে তোলা হবে : পানি সম্পদ উপদেষ্টা মৎস্যের গুণগত মান এবং রপ্তানির হার বৃদ্ধি পেয়েছে: মৎস্য উপদেষ্টা ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে সংবিধান সংস্কার প্রস্তাবের ২৫টিতে একমত বিএনপি কুমিল্লা-৬ আসনের সাবেক সংসদ সদস্য বাহাউদ্দিনের জমি-বাড়ি জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ

নাসির-চমক কে কার কততম?

নাসির-চমক কে কার কততম?

ছোটপর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক সম্প্রতি বিয়ে করেছেন।  ছোট আয়োজনে মাত্র ৯ টাকা কাবিন ও ৯০০ টাকার শাড়িতে মাদ্রাসায় বিয়ে করে সবাইকে চমকই দেখিয়েছেন অভিনেত্রী।  তবে ব্যবসায়ী আজমান নাসিরকে বিয়ে করার কারণে সামাজিক মাধ্যমে আলোচনা-সমালোচনার নানা ডালপালা গজাতে থাকে নেটিজেনদের মধ্যে।

গত ১৭ জুন ফেসবুকে লাল পোশাকে আংটিবদলের ছবি পোস্ট করেন অভিনেত্রী। এরপর গত ২১ জুন হবু স্বামীর সঙ্গে দুটি ছবি প্রকাশ করে লেখেন, ‘তাহার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ।’

ফেসবুক পোস্টে চমক জানান, অর্থ কখনো দাম্পত্য জীবনের ভিত্তি হতে পারে না। তাদের ভালোবাসা কিংবা একসঙ্গে থাকার হিসাবটা টাকা দিয়ে কখনো পরিমাপ করা যাবে না।

কিন্তু এ কেমন ভালোবাসা, শেষ পর্যন্ত বিবাহিত পুরুষের তৃতীয় স্ত্রী হলেন চমক। ভালোবাসার দিক দিয়েও কি জিততে পেরেছেন অভিনেত্রী, এমন প্রশ্ন এখন নেটিজেনদের মনে।

জানা গেছে, ২০০৮ সালের ১০ জুন নাসির প্রথম বিয়ে করেন সামান্তা ইসলামকে। ২০১১ সালে তাদের সংসারে আসে একটি কন্যা সন্তান। এরপর ২০২০ সালে তাদের বিবাহিত জীবনের বিচ্ছেদ ঘটে।

২০১৮ সালে লামিয়া ফারহিনকে বিয়ে করেন নাসির। ২০২০ সালে তাদের সংসারেও একটি কন্যা সন্তান জন্ম নেয়। তারপর গত বছর বিচ্ছেদের পথে হাঁটেন নাসির।

এ দুই বিয়ের পর এ বছর চমককে তৃতীয় বিয়ে করেন নাসির। একে একে তিন বিয়ে করায় বিচলিত চমক ভক্তরা।

২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৭’ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ নির্বাচিত হয়ে শোবিজে পা রাখেন চমক। এমবিবিএস পরীক্ষা শেষ করে নাটক ও সিরিজে অভিনয় শুরু করেন। চমকের উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘অসমাপ্ত’, ‘ভাইরাল হাজব্যান্ড’,  ‘হাউস নং ৯৬’, ‘মহানগর’, স্বামী নাসিরের সঙ্গে ‘দ্য লাস্ট হানিমুন’ ইত্যাদি।