শনিবার, নভেম্বর ২, ২০২৪
 শিরোনাম
যমুনায় সাফজয়ীরা প্রধান উপদেষ্টার সংবর্ধনা নিতে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সারাদেশে নৌরুটে নাব্যতা বাড়াতে ড্রেজিং শুরু ভোলা-বরিশাল-লক্ষ্মীপুরে ইসরায়েলি হামলায় ৫২ জন নিহত পূর্ব লেবাননে মৃতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে সার্বিয়ায় রেল স্টেশনের ছাদ ধসে বাংলাদেশের নেতৃত্ব দেবে তরুণ প্রজন্ম : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা আগামী দুই বছরে ৫ লক্ষ কর্মসংস্থান সৃষ্টি করা হবে : আসিফ মাহমুদ বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে অন্তর্বর্তী সরকার : স্থানীয় সরকার উপদেষ্টা ৩ নভেম্বর থেকে পলিথিন শপিং ব্যাগ বন্ধে উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান আ. লীগের অপকর্মের দায় জাতীয় পার্টির নয় বলেন জিএম কাদের

নাসির-চমক কে কার কততম?

নাসির-চমক কে কার কততম?

ছোটপর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক সম্প্রতি বিয়ে করেছেন।  ছোট আয়োজনে মাত্র ৯ টাকা কাবিন ও ৯০০ টাকার শাড়িতে মাদ্রাসায় বিয়ে করে সবাইকে চমকই দেখিয়েছেন অভিনেত্রী।  তবে ব্যবসায়ী আজমান নাসিরকে বিয়ে করার কারণে সামাজিক মাধ্যমে আলোচনা-সমালোচনার নানা ডালপালা গজাতে থাকে নেটিজেনদের মধ্যে।

গত ১৭ জুন ফেসবুকে লাল পোশাকে আংটিবদলের ছবি পোস্ট করেন অভিনেত্রী। এরপর গত ২১ জুন হবু স্বামীর সঙ্গে দুটি ছবি প্রকাশ করে লেখেন, ‘তাহার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ।’

ফেসবুক পোস্টে চমক জানান, অর্থ কখনো দাম্পত্য জীবনের ভিত্তি হতে পারে না। তাদের ভালোবাসা কিংবা একসঙ্গে থাকার হিসাবটা টাকা দিয়ে কখনো পরিমাপ করা যাবে না।

কিন্তু এ কেমন ভালোবাসা, শেষ পর্যন্ত বিবাহিত পুরুষের তৃতীয় স্ত্রী হলেন চমক। ভালোবাসার দিক দিয়েও কি জিততে পেরেছেন অভিনেত্রী, এমন প্রশ্ন এখন নেটিজেনদের মনে।

জানা গেছে, ২০০৮ সালের ১০ জুন নাসির প্রথম বিয়ে করেন সামান্তা ইসলামকে। ২০১১ সালে তাদের সংসারে আসে একটি কন্যা সন্তান। এরপর ২০২০ সালে তাদের বিবাহিত জীবনের বিচ্ছেদ ঘটে।

২০১৮ সালে লামিয়া ফারহিনকে বিয়ে করেন নাসির। ২০২০ সালে তাদের সংসারেও একটি কন্যা সন্তান জন্ম নেয়। তারপর গত বছর বিচ্ছেদের পথে হাঁটেন নাসির।

এ দুই বিয়ের পর এ বছর চমককে তৃতীয় বিয়ে করেন নাসির। একে একে তিন বিয়ে করায় বিচলিত চমক ভক্তরা।

২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৭’ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ নির্বাচিত হয়ে শোবিজে পা রাখেন চমক। এমবিবিএস পরীক্ষা শেষ করে নাটক ও সিরিজে অভিনয় শুরু করেন। চমকের উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘অসমাপ্ত’, ‘ভাইরাল হাজব্যান্ড’,  ‘হাউস নং ৯৬’, ‘মহানগর’, স্বামী নাসিরের সঙ্গে ‘দ্য লাস্ট হানিমুন’ ইত্যাদি।