বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৫
 শিরোনাম
ইসলামিক ফাউন্ডেশনের অনুষ্ঠানমালা পবিত্র শবে বরাত উপলক্ষে প্রকৃতি প্রস্তুত বসন্তের আগমনে, প্রকৃতি সেজেছে নতুন সাজে দশ মিনিটে অন-অ্যারাইভাল ভিসা পাওয়া যাবে : স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশ ভেরিফিকেশন বাদ দেয়ার চিন্তাভাবনা চলছে পাসপোর্টে : স্বরাষ্ট্র উপদেষ্টা প্রাথমিকের ৬৫৩১ জনের নিয়োগ বাতিলে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বিএনপি ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইল প্রধান উপদেষ্টা ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যোগ দিতে দুবাই পৌঁছেছেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সভাপতি করে জাতীয় ঐকমত্য কমিশন গঠন পুলিশ সংস্কার কমিশনের ভিকটিম ও সাক্ষীদের সুরক্ষায় আইন প্রণয়নের সুপারিশ আনসার বাহিনী রাষ্ট্রের নিরাপত্তা ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

সেনাবাহিনীর প্রশংসা করল যুক্তরাষ্ট্র

সেনাবাহিনীর প্রশংসা করল যুক্তরাষ্ট্র

সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র ম্যাথু মিলার বলেছেন, শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যাওয়ার পর বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সতর্কভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র।

তিনি বলেছেন, ওয়াশিংটন বাংলাদেশের জনগণের পাশে রয়েছে এবং আরও সহিংসতা থেকে বিরত থাকতে সবপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছে।

মিলার বলেন, আমরা চাই, বাংলাদেশের জনগণ তাদের সরকার ঠিক করবেন। এ বিষয়ে আগামী দিন ও সপ্তাহগুলোতে আমরা নজর রাখব।

এদিকে যুক্তরাষ্ট্র সরকার সোমবার ধৈর্য প্রদর্শনের জন্য বাংলাদেশের সামরিক বাহিনীর প্রশংসা করেছে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি অন্তর্র্বতী সরকার গঠনের আহবান জানিয়েছে।

হোয়াইট হাউসের একজন মুখপাত্র সোমবার বলেছেন, যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই গণতান্ত্রিক অধিকারের প্রতি সম্মান প্রদর্শনের আহবান জানিয়ে আসছিল এবং আমরা গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক একটি অন্তর্র্বতী সরকার গঠনের আহবান জানাই। সামরিক বাহিনী যে ধৈর্য প্রদর্শন করেছে, তা প্রশংসনীয় ব্যাপার।   
হোয়াইট হাউস ও যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট পৃথক বিবৃতিতে সহিংসতা থেকে বিরত থাকতে এবং দ্রুততর সময়ে শান্তি পুনঃপ্রতিষ্ঠার আহবান জানিয়েছে।