বৃহস্পতিবার, জানুয়ারী ১৫, ২০২৬
 শিরোনাম
প্রধান উপদেষ্টার সঙ্গে আজ বিকেলে সাক্ষাৎ করবেন তারেক রহমান ইরান ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বৈঠকে বসছে বৃহস্পতিবার দেশের উত্তর এবং পশ্চিমাঞ্চলে মৃদু শৈত্য প্রবাহ অব্যাহত থাকতে পারে সিইসির সঙ্গে বৈঠক করল বিএনপির প্রতিনিধিদল সরকার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান নিয়োগে পরিপত্র চূড়ান্ত করছে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া শান্তকে উপহার দিলেন তারেক রহমান মার্কিন কূটনীতিকদের প্রধান উপদেষ্টা: নির্বাচন ১২ ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে মনোনয়ন গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে ইসিতে পঞ্চম দিনের আপিল শুনানি ট্রেনের ওপর ক্রেন পড়ায় ২২ জনের প্রাণহানি থাইল্যান্ডে, আহত ৩০ পঞ্চগড়ে আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা

যুক্তরাষ্ট্রে স্কুলে গুলি বর্ষণের দায়ে এক বালক অভিযুক্ত

যুক্তরাষ্ট্রে স্কুলে গুলি বর্ষণের দায়ে এক বালক অভিযুক্ত

যুক্তরাষ্ট্রের একটি উচ্চ বিদ্যালয়ে গুলি করে চারজনকে হত্যার দায়ে ১৪ বছর বয়সী এক বালককে অভিযুক্ত করা হয়েছে। এদিকে তার বাবার বিরুদ্ধে নরহত্যার অভিযোগ দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

বুধবার যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় জর্জিয়া অঙ্গরাজ্যের অ্যাপালাচি হাই স্কুলে দুই শিক্ষার্থী ও দুই শিক্ষককে হত্যা করার অভিযোগে কিশোরটির বিরুদ্ধে চারটি হত্যা মামলা দায়ের হয়েছে।

স্কুলটিতে ওই কিশোরের হামলায় নয়জন আহত হয়। এদের অধিকাংশই শিশু। তারা সুস্থ হয়ে উঠছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

৫৪ বছর বয়সী সন্দেহভাজন পিতা কলিন গ্রে নিরাপত্তা হেফাজতে রয়েছেন এবং তার বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যাকা-ের চারটি, দুটি খুনের এবং শিশুদের প্রতি নিষ্ঠুরতার আটটি অভিযোগ আনা হয়েছে। শিশুর বেপরোয়া গুলি বর্ষণের ঘটনায় জড়িত থাকার পর এসব অভিযোগে গ্রে’ যুক্তরাষ্টের ফৌজদারি অভিযোগের মুখোমুখি হওয়া সর্বশেষ মার্কিন পিতা।

জর্জিয়ার তদন্ত ব্যুরোর পরিচালক ক্রিস হোসি এক সংবাদ সম্মেলনে বলেছেন, গ্রে তার ছেলেকে ‘জ্ঞাতসারে’ অস্ত্র রাখার অনুমতি দেওয়ার পর তার বিরুদ্ধে অভিযোগগুলো আনা হলো।