বৃহস্পতিবার, জানুয়ারী ১৫, ২০২৬
 শিরোনাম
প্রধান উপদেষ্টার সঙ্গে আজ বিকেলে সাক্ষাৎ করবেন তারেক রহমান ইরান ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বৈঠকে বসছে বৃহস্পতিবার দেশের উত্তর এবং পশ্চিমাঞ্চলে মৃদু শৈত্য প্রবাহ অব্যাহত থাকতে পারে সিইসির সঙ্গে বৈঠক করল বিএনপির প্রতিনিধিদল সরকার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান নিয়োগে পরিপত্র চূড়ান্ত করছে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া শান্তকে উপহার দিলেন তারেক রহমান মার্কিন কূটনীতিকদের প্রধান উপদেষ্টা: নির্বাচন ১২ ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে মনোনয়ন গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে ইসিতে পঞ্চম দিনের আপিল শুনানি ট্রেনের ওপর ক্রেন পড়ায় ২২ জনের প্রাণহানি থাইল্যান্ডে, আহত ৩০ পঞ্চগড়ে আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা

ইসরাইলি হামলায় মানবিক করিডোর অঞ্চলে নিহত ৪০

ইসরাইলি হামলায় মানবিক করিডোর অঞ্চলে নিহত ৪০

ফিলিস্তিনের দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস নগরীর আল-মাওয়াসি মানবিক করিডোর অঞ্চলে মঙ্গলবার ভোরে ইসরাইলি হামলায় ৪০ জন নিহত ও ৬০ জন আহত হয়েছে। ইসরাইলি সেনাবাহিনী বলেছে তারা ওই এলাকায় হামাসের একটি কমান্ড সেন্টারে হামলা চালিয়েছে। গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা আজ এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তা মোহাম্মদ আল-মুগাইর এএফপি’কে বলেন, সেখানে হামলার পর ‘শহিদ ৪০ এবং আহত ৬০ জনকে উদ্ধার করা হয়েছে। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
মুগাইর আরও বলেন, ‘আমাদের উদ্ধারকর্মীরা নিখোঁজ ১৫ জনকে উদ্ধারে এখনো কাজ করছে।’
বেসামরিক প্রতিরক্ষা সূত্র পৃথকভাবে জানিয়েছে, সেখানে হামলায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।
বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল বলেন, ‘মাওয়াসি খান ইউনিস হত্যাকা-ে অনেক পরিবার পুরোপুরিভাবে মাটির নিচে চাপা পড়ে আছে।’
মঙ্গলবার ভোরে ইসরাইলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, তারা ‘খান ইউনিসের মানবিক করিডোর এলাকায় হামাসের একটি কমান্ড সেন্টারে হামলা চালিয়েছে।’
গাজা উপত্যকার বিভিন্ন সংগঠন ইসরাইল রাষ্ট্রের এবং আইডিএফ সৈন্যের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকা- চালাতে ধারাবাহিকভাবে মানবিক করিডোর এলাকাসহ বেসামরিক এবং মানবিক অবকাঠামোর অপব্যবহার করে আসছে।
এদিকে মঙ্গলবার এক বিবৃতিতে হামাস বলেছে, হামলার স্থানে তাদের যোদ্ধারা উপস্থিত ছিল বলে দাবি করা ‘একটি নির্লজ্জ মিথ্যাচার ছাড়া আর কিছু নয়।’