শুক্রবার, মার্চ ২৮, ২০২৫
 শিরোনাম
ধানমন্ডিতে র‌্যাব পরিচয়ে দুর্ধর্ষ ডাকাতি, আটক ৬ শ্রম ভবনের সামনে বেতন-বোনাসের দাবিতে শ্রমিকদের অবস্থান প্রধান উপদেষ্টার সমৃদ্ধ এশিয়া গড়তে সুস্পষ্ট রোডম্যাপ তৈরির আহ্বান চীনের এক্সিম ব্যাংক বাংলাদেশে চীনা উৎপাদন কেন্দ্র স্থানান্তরে সহায়তা করবে তালিকাভুক্ত মুক্তিযোদ্ধারা ‘রণাঙ্গনের মুক্তিযোদ্ধা’ ও ‘সহযোগী মুক্তিযোদ্ধা’ হিসেবে ভাগ হচ্ছেন আজ পবিত্র ‘লাইলাতুল কদর’ সিসিইসিসি প্রেসিডেন্টের সঙ্গে বিডা চেয়ারম্যানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরো গভীর করার বার্তা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের পরিবেশ উপদেষ্টার আন্তঃসীমান্ত বায়ুদূষণ মোকাবিলায় পদক্ষেপ গ্রহণের আহ্বান চীনের উদ্দেশে চারদিনের সরকারি সফরে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা

লেবাননে যত দ্রুত সম্ভব স্থল অভিযান শুরু করতে চায় ইসরাইল

লেবাননে যত দ্রুত সম্ভব স্থল অভিযান শুরু করতে চায় ইসরাইল

ইসরাইল লেবাননের হিজবুল্লাহ্ গোষ্ঠীর বিরুদ্ধে যত দ্রুত সম্ভব স্থল অভিযান শুরু করবে।
ইসরাইলের একজন নিরাপত্তা কর্মকর্তা শুক্রবার এ কথা বলেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক নিরাপত্তা বাহিনীর ওই কর্মকর্তা সাংবাদিকদের বলেছেন, ‘আমরা স্বল্পতম সময়ের মধ্যে এই অভিযান শুরু করার চেষ্টা করবো।’
তিনি আরো বলেছেন, ‘আমি মনে করি অভিযানের ব্যাপারে আমরা প্রতিদিন প্রস্তুতি নিচ্ছি এবং এটি আমাদের পরিকল্পনায় রয়েছে।’
বৈরুত থেকে এএফপি একথা জানিয়েছে।
যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা চলতি সপ্তাহে লেবাননে সংঘাত থামাতে ব্যর্থ হওয়ার পর উভয়পক্ষে সংঘর্ষ চলার প্রেক্ষাপটে ইসরাইলি কর্মকর্তা এ কথা বলেন।
এদিকে চলতি সপ্তাহে লেবাননে ইসরাইলি  হামলায়  ৭শ’র বেশি বেসামরিক লোক নিহত হয়েছে।
ইসরাইলি নিরাপত্তা কর্মকর্তা বলেছেন,হামলায় হিজবুল্লার্হ অনেক সদস্য নিহত হয়েছে এবং ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠীটির সামরিক শক্তি উল্লেখযোগ্য হারে কমে গেছে।
ওই কর্মকর্তা বলেছেন,‘আমি মনে করি তাদের সক্ষমতা অনেক কমে গেছে।’
এদিকে ইসরাইলি সেনা প্রধান লেফটেন্যান্ট জেনারেল হারজিহালেভি হিজবুল্লাহ্র বিরুদ্ধে স্থল অভিযানের সম্ভাব্যতার বিষয়টি সামনে আনার পর ওই কর্মকর্তা বলেছেন, ‘সব ধরনের বিকল্পই আমাদের হাতে রয়েছে।’