মঙ্গলবার, অক্টোবর ৮, ২০২৪
 শিরোনাম
উপদেষ্টা আসিফ নজরুল ও আদিলুর রহমান খান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন করলেন জামিনে মঞ্জুর সাবের হোসেন তুরস্ক নাগরিকদের লেবানন থেকে সরিয়ে নেবে কৃষি উপদেষ্টার বারি পরির্দশন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ ম্যাচ জিতে হোয়াইটওয়াশ এড়ালো আয়ারল্যান্ড জন জে. হপফিল্ড ও জিওফ্রে ই. হিন্টন পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেলেন জন জে. হপফিল্ড ও জিওফ্রে ই. হিন্টন সুনির্দিষ্ট পরিকল্পনা নিতে হবে ঢাকাকে বসবাসযোগ্য করতে চিকিৎসা শাস্ত্রে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা শুরু হচ্ছে আজ নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশে ঢাকার গভীর উদ্বেগ প্রকাশ পিটিআইয়ের নেতাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা, ১৪৪ ধারা ভঙ্গ

লেবাননে যত দ্রুত সম্ভব স্থল অভিযান শুরু করতে চায় ইসরাইল

লেবাননে যত দ্রুত সম্ভব স্থল অভিযান শুরু করতে চায় ইসরাইল

ইসরাইল লেবাননের হিজবুল্লাহ্ গোষ্ঠীর বিরুদ্ধে যত দ্রুত সম্ভব স্থল অভিযান শুরু করবে।
ইসরাইলের একজন নিরাপত্তা কর্মকর্তা শুক্রবার এ কথা বলেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক নিরাপত্তা বাহিনীর ওই কর্মকর্তা সাংবাদিকদের বলেছেন, ‘আমরা স্বল্পতম সময়ের মধ্যে এই অভিযান শুরু করার চেষ্টা করবো।’
তিনি আরো বলেছেন, ‘আমি মনে করি অভিযানের ব্যাপারে আমরা প্রতিদিন প্রস্তুতি নিচ্ছি এবং এটি আমাদের পরিকল্পনায় রয়েছে।’
বৈরুত থেকে এএফপি একথা জানিয়েছে।
যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা চলতি সপ্তাহে লেবাননে সংঘাত থামাতে ব্যর্থ হওয়ার পর উভয়পক্ষে সংঘর্ষ চলার প্রেক্ষাপটে ইসরাইলি কর্মকর্তা এ কথা বলেন।
এদিকে চলতি সপ্তাহে লেবাননে ইসরাইলি  হামলায়  ৭শ’র বেশি বেসামরিক লোক নিহত হয়েছে।
ইসরাইলি নিরাপত্তা কর্মকর্তা বলেছেন,হামলায় হিজবুল্লার্হ অনেক সদস্য নিহত হয়েছে এবং ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠীটির সামরিক শক্তি উল্লেখযোগ্য হারে কমে গেছে।
ওই কর্মকর্তা বলেছেন,‘আমি মনে করি তাদের সক্ষমতা অনেক কমে গেছে।’
এদিকে ইসরাইলি সেনা প্রধান লেফটেন্যান্ট জেনারেল হারজিহালেভি হিজবুল্লাহ্র বিরুদ্ধে স্থল অভিযানের সম্ভাব্যতার বিষয়টি সামনে আনার পর ওই কর্মকর্তা বলেছেন, ‘সব ধরনের বিকল্পই আমাদের হাতে রয়েছে।’