বৃহস্পতিবার, জানুয়ারী ১৫, ২০২৬
 শিরোনাম
প্রধান উপদেষ্টার সঙ্গে আজ বিকেলে সাক্ষাৎ করবেন তারেক রহমান ইরান ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বৈঠকে বসছে বৃহস্পতিবার দেশের উত্তর এবং পশ্চিমাঞ্চলে মৃদু শৈত্য প্রবাহ অব্যাহত থাকতে পারে সিইসির সঙ্গে বৈঠক করল বিএনপির প্রতিনিধিদল সরকার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান নিয়োগে পরিপত্র চূড়ান্ত করছে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া শান্তকে উপহার দিলেন তারেক রহমান মার্কিন কূটনীতিকদের প্রধান উপদেষ্টা: নির্বাচন ১২ ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে মনোনয়ন গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে ইসিতে পঞ্চম দিনের আপিল শুনানি ট্রেনের ওপর ক্রেন পড়ায় ২২ জনের প্রাণহানি থাইল্যান্ডে, আহত ৩০ পঞ্চগড়ে আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা

জেলেনস্কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের গণহত্যার বার্ষিকী পালন করলেন

জেলেনস্কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের গণহত্যার বার্ষিকী পালন করলেন

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ১৯৪১ সালে কিয়েভের নিকটবর্তী বাবিন ইয়ার উপত্যকায় নাৎসি বাহিনী কর্তৃক ৩০ হাজারেরও বেশি ইহুদি গণহত্যার ৮৩তম বার্ষিকী পালন করেছেন।
কিয়েভ থেকে এএফপি জানায়, এটি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইউক্রেনের ইহুদি জনগণের ওপর জার্মান এবং তাদের স্থানীয় সহযোগীদের সবচেয়ে বড় গণহত্যা।
জেলেনস্কি তার সোশ্যাল মিডিয়া সাইট এক্স-এ লিখেন, বাবিন ইয়ার একটি ভয়ঙ্কর উদাহরণ, যাতে দেখা যায় সবচেয়ে জঘন্য অপরাধ যখন বিশ্বের, নীরব থাকা, উদাসীন থাকা এবং অপশক্তির বিরুদ্ধে দাঁড়ানোর দৃঢ় সংকল্পের অভাব।
সরকারী পরিসংখ্যান অনুসারে, ইউক্রেনের নাৎসি দখলের সময় ১৯৪১ থেকে ১৯৪২ সালের মধ্যে বেবিন ইয়ারে - ইহুদি জনগণ, রোমা জনগণ, সোভিয়েত যুদ্ধবন্দী এবং অন্যান্য ইউক্রেনীয়সহ  ১ থেকে দেড় লাখ মানুষ নিহত হয়েছিল।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আগ্রাসনের নির্দেশ দেওয়া রুশ প্রেসিডেন্ট ভ¬াদিমির পুতিনের প্রতি ইঙ্গিত করে জেলেনস্কি বলেন, ভয়ভীতি প্রদর্শন ও সহিংসতার ওপর নির্ভরশীল নেতাদের নেতৃত্বে শাসকরা যে নৃশংসতা চালাতে পারে তার স্পষ্ট প্রমাণ বাবিন ইয়ার।
তারা সব সময় একই। তবুও বিশ্বের প্রতিক্রিয়া ভিন্ন হওয়া উচিত। এটি বিশ্বের শেখা উচিত ছিল।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে উভয় পক্ষের কয়েক হাজার সৈন্য ও বেসামরিক লোক মারা গেছে, লক্ষাধিক ইউক্রেনীয় দেশ ছেড়েছে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের অংশ দেশটিতে নির্বিচারে হত্যাকান্ডের মাধ্যমে ইহুদি সম্প্রদায়কে ধ্বংস করেছিল।
ইউক্রেনের ইতিহাসে ইহুদিদের ওপর এটিই প্রথম গণহত্যা নয়, এর আগেও ইহুদি-বিদ্বেষী গণহত্যা দেখা গেছে।
বাবিন ইয়ার সাইটে ১৯৭৬ সালে সোভিয়েত কর্তৃপক্ষ কর্তৃক গণহত্যায় নিহত ‘সোভিয়েত নাগরিক এবং যুদ্ধবন্দীদের’ স্মরণে একটি স্মৃতিস্মৃস্তম্ভ নির্মিত হয়েছিল, তবে সেখানে ইহুদি গণহত্যার কোনও নির্দিষ্ট উল্লেখ নেই।