মঙ্গলবার, নভেম্বর ১১, ২০২৫
 শিরোনাম
ডিএমপির ৫ এডিসিকে বদলি করা হয়েছে রাতে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডাকলেন তারেক রহমান কক্সবাজার সৈকতের ভাঙন রোধে ৬২৪ কোটি টাকার প্রকল্প অনুমোদিত সেবাগ্রহীতার বিরুদ্ধে দুর্ব্যবহার করলে নেয়া হবে কঠোর পদক্ষেপ শহীদ মিনারে তৃতীয় দিনেও চলছে শিক্ষকদের অবস্থান কর্মসূচি হাজিরা দিতে এসে খুন হলেন শীর্ষ সন্ত্রাসী মামুন জাতীয় ঈদগাহে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা অতীতের কলঙ্ক ঘোচাতে সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই: ইসি আনোয়ারুল চট্টগ্রাম বন্দরকে আন্তর্জাতিক মানে নিতে বিদেশি ব্যবস্থাপনার প্রয়োজন: নৌপরিবহন উপদেষ্টা প্লট বরাদ্দে জালিয়াতি মামলায় শেখ হাসিনাসহ ১২ জনের সাক্ষ্য গ্রহণ শেষ

শি জিনপিং রাশিয়ার সঙ্গে সম্পর্ককে স্বাগত জানালেন

শি জিনপিং রাশিয়ার সঙ্গে সম্পর্ককে স্বাগত জানালেন

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মঙ্গলবার কাজানে ব্রিকস সম্মেলনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎকরার সময় 'বিশৃঙ্খল' বিশ্বে রাশিয়ার সঙ্গে তার দেশের সম্পর্ককে স্বাগত জানিয়েছেন৷

কাজান থেকে এএফপি  জানায়, শি তাদের দুই দেশের মধ্যে 'গভীর বন্ধুত্বের' প্রশংসা করে পুতিনকে বলেছেন, 'বিশ্ব এক শতাব্দীতে গভীর অদৃশ্য পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, এবং আন্তর্জাতিক পরিস্থিতি বিশৃঙ্খল, তবে ওতপ্রোতভাবে একে অপরের সাথে জড়িত।'

শি বলেন,  চীন এবং রাশিয়া, 'বিস্তৃত কৌশলগত সমন্বয় এবং ব্যবহারিক সহযোগিতা ক্রমাগত গভীর ও প্রসারিত করেছে।'

চীনের নেতা বলেন, সম্পর্ক "দুই দেশের উন্নয়ন, পুনরুজ্জীবন এবং আধুনিকায়নে শক্তিশালী প্রেরণা যোগ করেছে।'

শি আরো বলেন, তারা 'আন্তর্জাতিক ন্যায্যতা এবং ন্যায়বিচার বজায় রাখতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।'

রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক আক্রমণ শুরু করার পর থেকে মস্কো ও বেইজিং ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করেছে।  এটি পশ্চিমে উদ্বেগ সৃষ্টি করেছে। কারণ উভয় দেশ বিশ্বব্যাপী তাদের প্রভাব বিস্তার করতে চায়।

মস্কো ইউক্রেনে আক্রমণ শুরু করার কিছুক্ষণ আগে চীন ও রাশিয়া একটি 'সীমাহীন' অংশীদারিত্ব ঘোষণা করেছিল। বেইজিং কখনও মস্কার ইউক্রেন হামলার নিন্দা করেনি।