শনিবার, নভেম্বর ২, ২০২৪
 শিরোনাম
যমুনায় সাফজয়ীরা প্রধান উপদেষ্টার সংবর্ধনা নিতে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সারাদেশে নৌরুটে নাব্যতা বাড়াতে ড্রেজিং শুরু ভোলা-বরিশাল-লক্ষ্মীপুরে ইসরায়েলি হামলায় ৫২ জন নিহত পূর্ব লেবাননে মৃতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে সার্বিয়ায় রেল স্টেশনের ছাদ ধসে বাংলাদেশের নেতৃত্ব দেবে তরুণ প্রজন্ম : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা আগামী দুই বছরে ৫ লক্ষ কর্মসংস্থান সৃষ্টি করা হবে : আসিফ মাহমুদ বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে অন্তর্বর্তী সরকার : স্থানীয় সরকার উপদেষ্টা ৩ নভেম্বর থেকে পলিথিন শপিং ব্যাগ বন্ধে উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান আ. লীগের অপকর্মের দায় জাতীয় পার্টির নয় বলেন জিএম কাদের

ইরানের প্রতিরক্ষা সক্ষমতা মারাত্মক ক্ষতিগ্রস্ত করেছে ইসরাইলি হামলা

ইরানের প্রতিরক্ষা সক্ষমতা মারাত্মক ক্ষতিগ্রস্ত করেছে ইসরাইলি হামলা

ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু রোববার বলেছেন, শনিবার ভোরে ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলায় ইসরাইল 'ইরানের প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র তৈরির ক্ষমতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে'।

জেরুজালেম থেকে সিনহুয়া জানায়, গত বছর ৭ই অক্টোবর হামাসের হামলা এবং চলমান সংঘাতে নিহত সৈন্যদের স্মরণে একটি স্মৃতিচারণ অনুষ্ঠানে নেতানিয়াহু বলেন, 'ইরানের ওপর হামলা ছিল সুনির্দিষ্ট ও শক্তিশালী, এটি তার সব লক্ষ্য অর্জন করেছে।'

তিনি এ হামকা  'সমন্বয় ও সহায়তার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানান।

৭ অক্টোবর ২০২৩-এ ইসরাইল-ফিলিস্তিনি সংঘাত শুরু হওয়ার পর ইসরাইল ও ইরানের মধ্যে উত্তেজনা তীব্রতর হয়। সেই দিন, হামাস দক্ষিণ ইসরাইলি সীমান্তে হামলা চালায়, যার ফলে প্রায় ১২০০ জন নিহত হয় এবং প্রায় ২৫০ জনকে জিম্মি করা হয়।
 
হামাসের হামলার পর ইসরাইল গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে একটি বড় আকারের আক্রমণ পরিচালনা করেছে, যার ফলে শনিবার গাজা-ভিত্তিক স্বাস্থ্য কর্তৃপক্ষের প্রকাশিত পরিসংখ্যান অনুসারে ৪২, ৯২৪ জন মারা গেছে।
 
তেহরানের ১ অক্টোবরের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইসরাইল শনিবার ভেরের আগে ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা শুরু করে।  ইরান বলেছে যে অক্টোবরের গোড়ার দিকে তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়াহ, হিজবুল্লাহ নেতা হাসান নসরুল্লাহ এবং আইআরজিসি জেনারেল আব্বাস নীলফরৌশানকে ইসরাইলের হত্যার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে।

 ইরানের বিমান প্রতিরক্ষা সদর দপ্তর দাবি করেছে যে শনিবার ইসরাইলি হামলার ফলে 'সীমিত ক্ষতি' হয়েছে।

রোববার অনুষ্ঠানে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেন, সামরিক অভিযানের মাধ্যমে সব লক্ষ্য অর্জন করা যায় না।

তিনি উল্লেখ করপন, 'যখন আমরা গাজায় আটক অপহৃতদের তাদের বাড়িতে ফিরিয়ে দেওয়ার জন্য আমাদের নৈতিক ও নৈতিক দায়িত্ব পালন করতে আসি, তখন আমাদের বেদনাদায়ক আপস করতে হয়।'