বৃহস্পতিবার, জানুয়ারী ১৫, ২০২৬
 শিরোনাম
প্রধান উপদেষ্টার সঙ্গে আজ বিকেলে সাক্ষাৎ করবেন তারেক রহমান ইরান ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বৈঠকে বসছে বৃহস্পতিবার দেশের উত্তর এবং পশ্চিমাঞ্চলে মৃদু শৈত্য প্রবাহ অব্যাহত থাকতে পারে সিইসির সঙ্গে বৈঠক করল বিএনপির প্রতিনিধিদল সরকার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান নিয়োগে পরিপত্র চূড়ান্ত করছে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া শান্তকে উপহার দিলেন তারেক রহমান মার্কিন কূটনীতিকদের প্রধান উপদেষ্টা: নির্বাচন ১২ ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে মনোনয়ন গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে ইসিতে পঞ্চম দিনের আপিল শুনানি ট্রেনের ওপর ক্রেন পড়ায় ২২ জনের প্রাণহানি থাইল্যান্ডে, আহত ৩০ পঞ্চগড়ে আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা

এবার তুষারপাত হচ্ছে মাউন্ট ফুজিতে

এবার তুষারপাত হচ্ছে মাউন্ট ফুজিতে

অবশেষে ফুজি পর্বতে তুষারপাত হয়েছে, স্থানীয় কর্তৃপক্ষ এবং বাসিন্দাদের বুধবার শেয়ার করা ফটোতে জাপানী পর্বতটির ফাঁকা ঢালে তুষার জমতে দেখা যায়। টোকিও থেকে এএফপি এখবর জানায়।

প্রতি বছর ঠিক একই অবস্থানে অবস্থার তুলনা করে প্রকাশ করার দায়িত্বে নিয়োজিত ন্যাশনাল ওয়েদার এজেন্সি - তার মনিটরিং স্টেশনের কাছে মেঘলা অবস্থার কারণে মাউন্ট ফুজির বিখ্যাত স্নোক্যাপের ধীরতম গঠনের একটি নতুন রেকর্ড এখনও ঘোষণা করেনি।

তবে সক্রিয় আগ্নেয়গিরির চারপাশের বিভিন্ন পয়েন্ট থেকে তোলা ফটোগ্রাফ, যেখানে বুধবার ভোরে আকাশ পরিষ্কার ছিল, তার শিখরে তুষার আচ্ছাদন দেখা যায়।

জাপানের কেন্দ্রীয় শিজুওকা অঞ্চলের ফুজি সিটির অফিসিয়াল এক্স অ্যাকাউন্টের একটি পোস্টে বলা হয়েছে, ‘এগুলো মাউন্ট ফুজির ছবি, যা আজ সকালে সিটি হল থেকে দেখা গেছে। আমরা শিখরের কাছে তুষার আচ্ছাদনের একটি পাতলা স্তর দেখতে পাচ্ছি।’

এ ছাড়াও আরও অনেকে দেশের সর্বোচ্চ পর্বতে বরফের নিজস্ব ছবি পোস্ট করেছেন।

ফুজি শহরের একটি নার্সিং হোমের একটি পোস্টে বলা হয়েছে, ‘অবশেষে, প্রথম তুষার আচ্ছাদন! মাউন্ট ফুজি তুষারসহ ভাল দেখায়।’

মাউন্ট ফুজির স্নোক্যাপ গড়ে ২ অক্টোবর থেকে তৈরি হতে শুরু করে এবং গত বছর ৫ অক্টোবর কোফু সিটিতে অবস্থানরত সরকারি আবহাওয়াবিদরা প্রথম তুষার শনাক্ত করেছিলেন।