বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
 শিরোনাম
হাইকোর্ট নির্দেশ বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিকে নিবন্ধন দিতে ইন্টারনেট বিচ্ছিন্ন করার বিষয়ে পলককে জিজ্ঞাসাবাদ করবে তদন্ত সংস্থা বিএনপি নেতা মিজানুরের জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্র মামলার জামিন সংবিধান সংস্কার কমিশনের সৌজন্য সাক্ষাৎ, মতবিনিময় প্রধান বিচারপতির সঙ্গে গাজায় স্থায়ী যুদ্ধবিরতির পক্ষে প্রস্তাব পাস জাতিসংঘের সাধারণ পরিষদে অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে রাজনৈতিক দলগুলো : নাহিদ শিক্ষা, প্রযুক্তি ও অর্থনৈতিকভাবে পার্বত্য অঞ্চলকে এগিয়ে নিয়ে যেতে হবে : ড. ইউনূস বিদেশ ভ্রমণে নতুন নির্দেশনা জারি সরকারি কর্মকর্তাদের দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে : খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার জাপানের সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি বাংলাদেশের প্রতি

শবনম ফারিয়া ভক্তদের নজর কাড়লেন শাড়িতে

শবনম ফারিয়া ভক্তদের নজর কাড়লেন শাড়িতে

শবনম ফারিয়া ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী। নাটক ও টেলিভিশন বিজ্ঞাপনের মাধ্যমে দর্শকদের কাছে পরিচিতি পান।

তিনি অনম বিশ্বাস পরিচালিত ‘দেবী’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে পা রাখেন।

যেখানে তার অভিনয় প্রশংসিত হয় এবং তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব তিনি।

সম্প্রতি শবনম সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ছবি ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন। যেখানে দেখা যায়, বেনারসি শাড়িতে ভক্তদের মাঝে নজর কেড়েছেন।

খোলা চুলে লো মেকআপ লুকে বেনারসি শাড়িতে অভিনেত্রীকে বেশ মানিয়েছে। হাতে ব্রেসলেট, গলায় মালা, কারে ঝুমকা যেন পুরোদমে বাঙালি সাজে ধরা দিয়েছে।

 

মিষ্টি হাসি, চোখের চাহনি, আর নজরকাড়া লুকে ভক্তদের মনে ঝড় তুলেছে। কমেন্ট বক্সে ভক্ত-অনুরাগীরা অভিনেত্রীর রূপের প্রশংসা করে আরিয়ানা হোসেন লিখেছেন, ‘দারুণ শাড়ি তার সঙ্গে আপনাকে অনেক মানিয়েছে।’

আরেকজনের ভাষ্য, ‘আমি কখনো ফুলকে হাসতে দেখি নাই বাট আমার ব্যক্তিগত ফুল সাবনাম ফারুকে আমি সব সময় হাসতে দেখি।’

সানাউল হক সুমন লিখেছেন, অসাধারণ লাগছে আপু।