রবিবার, জুলাই ১৩, ২০২৫
 শিরোনাম
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফার শুল্ক আলোচনা অব্যাহত থাকবে চাঁদাবাজি ও নৈরাজ্য বন্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে : আইজিপি দেশের চলমান উন্নয়নের ধারা টেকসই করতে প্রচুর গাছ লাগাতে হবে : পরিবেশ উপদেষ্টা বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণে সরকার সেনাবাহিনীর সম্পৃক্ততার কথা ভাবছে : উপদেষ্টা ফারুক ই আজম ঠাকুরগাঁও জেলার হরিপুর সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত সিরাজগঞ্জে যমুনায় বাড়ছে পানি, বিপাকে নদী পাড়ের মানুষ মিটফোর্ডের ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডে সন্দেহভাজন ৫ জন গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ঢাবিতে কনসার্ট ও ড্রোন শো গৌরবময় অবদানের জন্য কোস্টগার্ডকে স্বীকৃতি দিয়েছে আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন ছাত্র-জনতার গণঅভ্যুত্থান স্মরণে ডিএসসিসি’র মাসব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

উত্তরাধিকারের ভিত্তি গড়েছেন মাহমুদ আব্বাস

উত্তরাধিকারের ভিত্তি গড়েছেন মাহমুদ আব্বাস

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, যখন তার পদটি শূূন্য হবে তখন অন্তর্বতী সরকারের মেয়াদে কে তার স্থলাভিষিক্ত হবেন। গতকাল বুধবার তিনি এ কথা বলেছেন।

তিনি আরো বলেছেন, ভবিষ্যত সরকারে ইসলামী আন্দোলন হামাসকে কোন কিছুতেই জড়ানো যাবে না।                                                                                      

ফিলিস্তিন কর্তৃপক্ষের প্রধান হিসেবে তার মেয়াদ শেষ হয়েছে ২০০৯ সালে। কিন্তু তা সত্ত্বেও আব্বাস (৮৯)

এখনো শাসন করছেন। তবে তিনি উত্তরাধিকারী অথবা ভাইস প্রেসিডেন্ট হিসেবেও কাউকে নিয়োগ দিতে চান না।

ফিলিস্তিন কর্তৃপক্ষের আইন অনুযায়ী, ফিলিস্তিন পার্লামেন্টের স্পিকার ফিলিস্তিন কর্তৃপক্ষের দায়িত্ব পালন করেন।

হামাস ও ফাতাহর মধ্যে এক দশকেরও বেশি সময় ধরে সংঘর্ষ চলার পর ২০১৮সালে মাহমুদ আব্বাস তার ধর্ম নিরপেক্ষ ফাতাহ আন্দোলনকে বিলুপ্ত ঘোষণা করেন। এরআগে ফিলিস্তিন পার্লামেন্টে হামাসের সংখ্যাগরিষ্টতা ছিল এবং ২০০৭ সালে গাজায় ফিলিস্তিন কর্তৃপক্ষকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়।

মাহমুদ আব্বাস এক ডিক্রিতে বলেছেন, তার পদটি শূণ্য হলে প্যালেস্টাইন জাতীয কাউন্সিলের চেয়ারম্যান রাউফি ফাতুহ তার স্থলাভিষিক্ত হবেন।

ডিক্রিতে বলা হয়েছে, ‘যদি আইন পরিষদের অনুপস্থিতিতে জাতীয় কর্তৃপক্ষের প্রেসিডেন্টের পদটি শূণ্য হয়, তাহলে সাময়িকভাবে ফিলিস্তিন জাতীয় কাউন্সিলের চেয়ারম্যান দায়িত্ব পালন করবেন।