বৃহস্পতিবার, জানুয়ারী ১৫, ২০২৬
 শিরোনাম
প্রধান উপদেষ্টার সঙ্গে আজ বিকেলে সাক্ষাৎ করবেন তারেক রহমান ইরান ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বৈঠকে বসছে বৃহস্পতিবার দেশের উত্তর এবং পশ্চিমাঞ্চলে মৃদু শৈত্য প্রবাহ অব্যাহত থাকতে পারে সিইসির সঙ্গে বৈঠক করল বিএনপির প্রতিনিধিদল সরকার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান নিয়োগে পরিপত্র চূড়ান্ত করছে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া শান্তকে উপহার দিলেন তারেক রহমান মার্কিন কূটনীতিকদের প্রধান উপদেষ্টা: নির্বাচন ১২ ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে মনোনয়ন গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে ইসিতে পঞ্চম দিনের আপিল শুনানি ট্রেনের ওপর ক্রেন পড়ায় ২২ জনের প্রাণহানি থাইল্যান্ডে, আহত ৩০ পঞ্চগড়ে আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা

উত্তরাধিকারের ভিত্তি গড়েছেন মাহমুদ আব্বাস

উত্তরাধিকারের ভিত্তি গড়েছেন মাহমুদ আব্বাস

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, যখন তার পদটি শূূন্য হবে তখন অন্তর্বতী সরকারের মেয়াদে কে তার স্থলাভিষিক্ত হবেন। গতকাল বুধবার তিনি এ কথা বলেছেন।

তিনি আরো বলেছেন, ভবিষ্যত সরকারে ইসলামী আন্দোলন হামাসকে কোন কিছুতেই জড়ানো যাবে না।                                                                                      

ফিলিস্তিন কর্তৃপক্ষের প্রধান হিসেবে তার মেয়াদ শেষ হয়েছে ২০০৯ সালে। কিন্তু তা সত্ত্বেও আব্বাস (৮৯)

এখনো শাসন করছেন। তবে তিনি উত্তরাধিকারী অথবা ভাইস প্রেসিডেন্ট হিসেবেও কাউকে নিয়োগ দিতে চান না।

ফিলিস্তিন কর্তৃপক্ষের আইন অনুযায়ী, ফিলিস্তিন পার্লামেন্টের স্পিকার ফিলিস্তিন কর্তৃপক্ষের দায়িত্ব পালন করেন।

হামাস ও ফাতাহর মধ্যে এক দশকেরও বেশি সময় ধরে সংঘর্ষ চলার পর ২০১৮সালে মাহমুদ আব্বাস তার ধর্ম নিরপেক্ষ ফাতাহ আন্দোলনকে বিলুপ্ত ঘোষণা করেন। এরআগে ফিলিস্তিন পার্লামেন্টে হামাসের সংখ্যাগরিষ্টতা ছিল এবং ২০০৭ সালে গাজায় ফিলিস্তিন কর্তৃপক্ষকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়।

মাহমুদ আব্বাস এক ডিক্রিতে বলেছেন, তার পদটি শূণ্য হলে প্যালেস্টাইন জাতীয কাউন্সিলের চেয়ারম্যান রাউফি ফাতুহ তার স্থলাভিষিক্ত হবেন।

ডিক্রিতে বলা হয়েছে, ‘যদি আইন পরিষদের অনুপস্থিতিতে জাতীয় কর্তৃপক্ষের প্রেসিডেন্টের পদটি শূণ্য হয়, তাহলে সাময়িকভাবে ফিলিস্তিন জাতীয় কাউন্সিলের চেয়ারম্যান দায়িত্ব পালন করবেন।