বৃহস্পতিবার, জানুয়ারী ১৫, ২০২৬
 শিরোনাম
প্রধান উপদেষ্টার সঙ্গে আজ বিকেলে সাক্ষাৎ করবেন তারেক রহমান ইরান ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বৈঠকে বসছে বৃহস্পতিবার দেশের উত্তর এবং পশ্চিমাঞ্চলে মৃদু শৈত্য প্রবাহ অব্যাহত থাকতে পারে সিইসির সঙ্গে বৈঠক করল বিএনপির প্রতিনিধিদল সরকার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান নিয়োগে পরিপত্র চূড়ান্ত করছে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া শান্তকে উপহার দিলেন তারেক রহমান মার্কিন কূটনীতিকদের প্রধান উপদেষ্টা: নির্বাচন ১২ ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে মনোনয়ন গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে ইসিতে পঞ্চম দিনের আপিল শুনানি ট্রেনের ওপর ক্রেন পড়ায় ২২ জনের প্রাণহানি থাইল্যান্ডে, আহত ৩০ পঞ্চগড়ে আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা

নির্বাচনের ভোট গণনা শুরু আয়ারল্যান্ডের

নির্বাচনের ভোট গণনা শুরু আয়ারল্যান্ডের

আয়ারল্যান্ডের সাধারণ নির্বাচনে ভোট গণনা শনিবার শুরু হয়েছে এবং একটি বুথ ফেরত জরিপে তিনটি প্রধান দলের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত দেয়। ডাবলিন থেকে এএফপি এখবর জানায়।

শুক্রবার দিনের শেষে ভোট গ্রহন সমাপ্ত হওয়ার পর, একটি বুথ ফেরত জরিপ ইঙ্গিত দিয়েছে যে আইরিশপন্থী ঐক্য পার্টি সিন ফেইন ২১.১ শতাংশ ভোট নিয়ে এগিয়ে রয়েছে। কিন্তু ২১.০ শতাংশের উপর ভোট নিয়ে তাদের ঘাড়ে উপর নিঃশ্বাস ফেলছে মধ্য-ডানপন্থী দল ফাইন গেইল। যার নেতা বিদায়ী প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস।

বিদায়ী জোটে ফাইন গেইলের মধ্য-ডান অংশীদার-উপ-প্রধানমন্ত্রী মাইকেল মার্টিনের নেতৃত্বাধীন দল ফিয়ানা ফেইল- ১৯.৫ শতাংশ ভোট নিয়ে কিছুটা পিছিয়ে তৃতীয় স্থানে রয়েছে।

দিনভর প্রত্যাশিত আংশিক ফলাফল সহ শনিবার ০৯০০ জিএমটিতে এ গণনা শুরু হয়।

চূড়ান্ত ফলাফলের জন্য হয়তো আরো কয়েকদিন অপেক্ষা করা লাগতে পারে। ইইউ সদস্য দেশ আয়ারল্যান্ডের সংসদে আনুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা চালু রয়েছে এবং প্রার্থীদের মধ্যে চূড়ান্ত বিতরণে আগে দেশটিতে একাধিক রাউন্ড ভোট গণনার করা হয়।

গত সংসদীয় মেয়াদে, প্রধানমন্ত্রীত্ব ফিয়ানা ফেইল এবং ফাইন গেইল নেতাদের মধ্যে আবর্তিত হয়েছে।