বৃহস্পতিবার, জানুয়ারী ১৫, ২০২৬
 শিরোনাম
মার্কিন কূটনীতিকদের প্রধান উপদেষ্টা: নির্বাচন ১২ ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে মনোনয়ন গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে ইসিতে পঞ্চম দিনের আপিল শুনানি ট্রেনের ওপর ক্রেন পড়ায় ২২ জনের প্রাণহানি থাইল্যান্ডে, আহত ৩০ পঞ্চগড়ে আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা অভ্যুত্থানের পর পেঁয়াজ-রসুনসহ ২০টি দাম কমেছে নিত্যপ্রয়োজনীয় কৃষিপণ্যের সি অ্যান্ড এফ এজেন্ট লাইসেন্সিং বিধিমালা, ২০২৬ জারি করল এনবিআর উচ্চশিক্ষা বিষয়ে ৩ দিনের দক্ষিণ এশীয় সম্মেলন উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা শরীয়াভিত্তিক ঋণে যুক্ত হচ্ছে প্রবাসীকল্যাণ ব্যাংক: আসিফ নজরুল গণভোট বিষয়ে সচেতনতা বাড়াতে দেশব্যাপী কর্মসূচি আসন্ন নির্বাচনে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান: আনসার সদস্যদের প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টা

নেতানিয়াহু গাজায় বন্দী ইসরাইলিদের মেরে ফেলতে চান

নেতানিয়াহু গাজায় বন্দী ইসরাইলিদের মেরে ফেলতে চান

গাজায় বন্দী ইসরাইলিদের হত্যা করতে চান ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বুধবার (২৫ ডিসেম্বর) ফিলিস্তিনি সামরিক বিশেষজ্ঞ মেজর জেনারেল ওয়াসিফ উরায়কাত আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন।

তিনি বলেন, নেতানিয়াহু গাজায় থাকা ইসরাইলি বন্দীদের হত্যা করতে চান। তাদেরকে জীবিত অবস্থায় ফিরিয়ে নিতে চান না।

তিনি আরো বলেন, বিশেষ করে যারা সেনা অফিসার ও সৈনিক, তাদেরকে তিনি ফিরিয়ে নিতে চান না। কারণ, এতে তার প্রশাসন বহুমুখী বিপদ থেকে মুক্তি পাবে। বিশেষ করে এর মাধ্যমে নেতানিয়াহু ও সিনিয়র সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে অনেক তথ্য-প্রমাণের দাফন হবে।

উরায়কাত আরো বলেন, ইসরাইলি বাহিনীর কমান্ডাররাও জানেন যে নেতানিয়াহুর উপর সামরিক চাপ তৈরি হলে বন্দীদের হত্যা বৃদ্ধি পাবে। তারা আর জীবিত অবস্থায় ফিরে যেতে পারবে না।

 

এই সামরিক বিশ্লেষক বলেন, নেতানিয়াহু এই আগ্রাসন চালিয়ে যেতে চান। তিনি মনে করেন যে তার পূর্বসূরী শাসকরা এই বিষয়ে ভুল করেছে। বিশেষ করে ১৯৪৮ সালে বিপুলসংখ্যক ফিলিস্তিনি হত্যা না করা এবং তাদেরকে পরিপূর্ণভাবে বিতাড়িত না করা ছিল তার দৃষ্টিতে পূর্বসূরীদের সবচেয়ে বড় ভুল।

তিনি বলেন, তবে এটি ঠিক যে নেতানিয়াহুর প্রশাসন অনেক চাপে রয়েছে। বিশেষ করে তাদের উপর সামরিক চাপটাই বেশি। কারণ, সেনারা এখন স্পর্শকাতর অবস্থানে রয়েছে। ইতোমধ্যে অন্তত ৫০০ সেনা যুদ্ধ ছেড়ে দিয়েছে এবং নতুনভাবে যোগদান করতে অস্বীকার করেছে।

আল জাজিরা জানিয়েছে, এ পর্যন্ত গাজায় বন্দী ৮ ইসরাইলিকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। এ বিষয়টি তারা স্বীকার করেছে।

উল্লেখ্য, চলমান গাজা যুদ্ধে এ পর্যন্ত অন্তত ৪৫ হাজার ৩৩৮ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আরো এক লাখ সাত হাজার ৭৬৪ জন আহত হয়েছে। এছাড়া অন্তত ১১ হাজার জন নিখোঁজ রয়েছে।