শনিবার, নভেম্বর ৮, ২০২৫
 শিরোনাম
ভোটকেন্দ্রের শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থা জানতে চেয়েছে ইসি তত্ত্বাবধায়ক সরকার নিয়ে নবম দিনের শুনানি চলছে আফগানিস্তান-পাকিস্তান সীমান্ত বিরোধের কেন্দ্রবিন্দুতে ডুরান্ড লাইন সোনাদিয়া দ্বীপের জীববৈচিত্র্য ফিরিয়ে আনতে ৩ কোটি ৩৮ লাখ টাকার প্রকল্প মধ্য এশিয়ার নেতাদের সঙ্গে প্রথম শীর্ষ সম্মেলনে বসছেন ট্রাম্প বাংলাদেশের পুলিশ সংস্কারে সহায়তা দেবে আয়ারল্যান্ড প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ: ১০,২১৯টি শূন্য পদে বিজ্ঞপ্তি প্রকাশ বাংলাদেশের প্রথম ‘ফরেস্ট মিউজিয়াম’ এখন লালমাই পাহাড়ে জামালপুরে কৃষি প্রণোদনা পাচ্ছেন ৩৮ হাজার কৃষক জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের কার্যনির্বাহী কমিটির ১৪তম সভা সম্পন্ন

ভালোবাসা দিবসে মুক্তি পাচ্ছে নাঈম-মিথিলার ‘জলে জ্বলে তারা’

ভালোবাসা দিবসে মুক্তি পাচ্ছে নাঈম-মিথিলার  ‘জলে জ্বলে তারা’

নানান নাটকীয়তার অবশেষে চার বছর পর মুক্তি পাচ্ছে এফ এস নাঈম ও রাফিয়াত রশিদ মিথিলা অভিনীত সিনেমা ‘জলে জ্বলে তারা’। ছোট পর্দায় জুটিবেঁধে কাজ করলেও এবারই প্রথম তাদের বড় পর্দায় দেখা যাবে। সিনেমাটি নির্মাণ করেছেন অরুণ চৌধুরী।

জানা গেছে, আসন্ন ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে সিনমাটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। 

চরিত্র নির্ধারণ ও শিল্পীদের নির্বাচনের পর ২০২১ সালের অক্টোবরে মানিকগঞ্জে সিনেমাটির শুটিং শুরু হয়। করোনার সেই সময়ে মাত্র তিন সপ্তাহেই শুটিং শেষ হয়।

এরপর একাধিকবার সিনেমাটি মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছিল। কিন্তু নানা কারণে তা বাতিল হয়ে যায়। গত বছরও সিনেমাটি মুক্তির তালিকায় ছিল। কিন্তু জুলাই বিপ্লবের কারণে আর মুক্তি দেননি নির্মাতা। এখন ভালোবাসা দিবস উপলক্ষে সিনেমাটি দর্শকের সামনে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

সিনেমাটির মুক্তি প্রসঙ্গে নির্মাতা অরুণ চৌধুরী বলেন, এটা রোমান্টিক গল্প। যে কারণে ভালোবাসা দিবসকে সামনে রেখে মুক্তি দেওয়ার কথা ভেবেছি। ১৪ ফেব্রুয়ারি রিলিজ ডেটও নিয়েছি।

রোমান্টিক, মানবিক গল্পে নাঈম-মিথিলার রসায়নে সিনেমাটি দর্শকরা পছন্দ করবেন বলে প্রত্যাশা নির্মাতার।

এদিকে দীর্ঘ এক যুগের বেশি সময় পরে বড় পর্দায় আসছেন নাঈম। এ প্রসঙ্গে তিনি বলেন, প্রথমবার দর্শক আমাকে বড় পর্দায় প্রধান চরিত্রে দেখবেন। ভালোবাসা দিবস হলে সিনেমাটি আলাদা গুরুত্ব পায়। আমাদের গল্পটি মানবিক সম্পর্কের। এখানে সবগুলো গান রোমান্টিক। এগুলো দর্শকদের ভিন্ন একটি অনুভূতি দেবে।

সিনেমাটিতে নাঈম-মিথিলা ছাড়াও আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, মনিরা মিঠু, আজাদ আবুল কালাম, নূর ইমরান মিঠু প্রমুখ।