বৃহস্পতিবার, জানুয়ারী ১৫, ২০২৬
 শিরোনাম
মার্কিন কূটনীতিকদের প্রধান উপদেষ্টা: নির্বাচন ১২ ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে মনোনয়ন গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে ইসিতে পঞ্চম দিনের আপিল শুনানি ট্রেনের ওপর ক্রেন পড়ায় ২২ জনের প্রাণহানি থাইল্যান্ডে, আহত ৩০ পঞ্চগড়ে আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা অভ্যুত্থানের পর পেঁয়াজ-রসুনসহ ২০টি দাম কমেছে নিত্যপ্রয়োজনীয় কৃষিপণ্যের সি অ্যান্ড এফ এজেন্ট লাইসেন্সিং বিধিমালা, ২০২৬ জারি করল এনবিআর উচ্চশিক্ষা বিষয়ে ৩ দিনের দক্ষিণ এশীয় সম্মেলন উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা শরীয়াভিত্তিক ঋণে যুক্ত হচ্ছে প্রবাসীকল্যাণ ব্যাংক: আসিফ নজরুল গণভোট বিষয়ে সচেতনতা বাড়াতে দেশব্যাপী কর্মসূচি আসন্ন নির্বাচনে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান: আনসার সদস্যদের প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টা

জিম্মি মুক্তি নিয়ে হামাসকে ট্রাম্পের 'শেষ সতর্কবার্তা'

জিম্মি মুক্তি নিয়ে হামাসকে ট্রাম্পের 'শেষ সতর্কবার্তা'

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশিষ্ট ইসরাইলি বন্দিদের মুক্তি দিতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাস যোদ্ধা ও গাজার অধিবাসীদের হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, এটা হামাস ও ফিলিস্তিনিদের জন্য ‘সর্বশেষ হুঁশিয়ারি’। এরপরও যদি তারা জিম্মিদের মুক্তি না দেয়, তাহলে তাদেরকে হত্যা করা হবে।

অবরুদ্ধ গাজায় দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতির আলোচনার মধ্যে এই হুমকি দিলেন ট্রাম্প। স্থানীয় সময় বুধবার  সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি বলেন, ‘এটা আপনাদের জন্য সর্বশেষ সতর্কবার্তা! হামাস নেতাদের এখনই গাজা ছেড়ে চলে যেতে হবে। আপনাদের এখনও সুযোগ আছে।’

গাজাবাসীর উদ্দেশে বলেছেন, ‘আর গাজার জনগণের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছে। কিন্তু যদি তোমরা জিম্মিদের আটকে রাখো তাহলে ভাল হবে না। যদি তোমরা সেটা করো, তাহলে তোমরা সব মারা যাবে! বুদ্ধি খাটিয়ে সিদ্ধান্ত নাও।’ 

মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওসের উদ্ধৃতি দিয়ে এএফপি আজ এই খবর জানায়।

গাজায় যুদ্ধবিরতির প্রথম ধাপের চুক্তির মেয়াদ শেষ হয় গত শনিবার ১ ফেব্রুয়ারি। এরপর গাজায় ত্রাণ সহায়তা পৌঁছানোর সব রাস্তা বন্ধ করে দেয় ইসরাইল। এরমধ্যে দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতির আলোচনা শুরু হয়।

বুধবার মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস এক প্রতিবেদনে জানায়, গাজা উপত্যকায় আটক মার্কিন জিম্মিদের মুক্তি নিশ্চিত করার পাশাপাশি যুদ্ধের অবসানের জন্য একটি বৃহত্তর চুক্তির লক্ষ্যে হামাসের সঙ্গে সরাসরি আলোচনা করেছে যুক্তরাষ্ট্র।

অ্যাক্সিওসের প্রতিবেদন নিশ্চিত করেন হোয়াইট হাউস প্রেস সচিব ক্যারোলিন লেভিট। তিনি বলেন, ‘দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে, আমি এখানে সেগুলো বিস্তারিতভাবে বর্ণনা করব না, আমেরিকানদের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে।’ 

এরপরই ট্রাম্পের পক্ষ থেকে হামাসকে হুঁশিয়ারি দেয়া হয়।