শনিবার, নভেম্বর ৮, ২০২৫
 শিরোনাম
ভোটকেন্দ্রের শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থা জানতে চেয়েছে ইসি তত্ত্বাবধায়ক সরকার নিয়ে নবম দিনের শুনানি চলছে আফগানিস্তান-পাকিস্তান সীমান্ত বিরোধের কেন্দ্রবিন্দুতে ডুরান্ড লাইন সোনাদিয়া দ্বীপের জীববৈচিত্র্য ফিরিয়ে আনতে ৩ কোটি ৩৮ লাখ টাকার প্রকল্প মধ্য এশিয়ার নেতাদের সঙ্গে প্রথম শীর্ষ সম্মেলনে বসছেন ট্রাম্প বাংলাদেশের পুলিশ সংস্কারে সহায়তা দেবে আয়ারল্যান্ড প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ: ১০,২১৯টি শূন্য পদে বিজ্ঞপ্তি প্রকাশ বাংলাদেশের প্রথম ‘ফরেস্ট মিউজিয়াম’ এখন লালমাই পাহাড়ে জামালপুরে কৃষি প্রণোদনা পাচ্ছেন ৩৮ হাজার কৃষক জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের কার্যনির্বাহী কমিটির ১৪তম সভা সম্পন্ন

প্রথমবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে মেহজাবীনের প্রথম সিনেমা

প্রথমবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে মেহজাবীনের প্রথম সিনেমা

নাটকের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তবে তার নামের আগে এখন নতুন বিশেষণ যুক্ত হয়েছে। তিনি এখন চিত্রনায়িকা। গত বছরের ২০ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় তার অভিনীত সিনেমা ‘প্রিয় মালতী’। 

বলা যায়, গত বছর থেকেই সুসময় কাটছে এ অভিনেত্রীর জীবনে। সিনেমা নিয়েই দেশ-বিদেশে ছুটে বেড়াচ্ছেন। ইতোমধ্যেই তিনি দুটি সিনেমায় অভিনয় করেছেন। তার অভিনীত প্রথম সিনেমা ‘সাবা’। আন্তর্জাতিক বিভিন্ন চলচ্চিত্র উৎসবে এটি প্রদর্শিত হয়েছে। তবে দেশের প্রেক্ষাগৃহে এখনো মুক্তি পায়নি। 

সব ঠিক থাকলে আগামী জুনে এটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে বলে জানিয়েছেন নির্মাতা মাকসুদ হোসাইন। তিনি বলেন, ‘গত বছর সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা থাকলেও পরিস্থিতির কারণে সেটা সম্ভব হয়নি। ভেবেছি, দুই ঈদের মাঝামাঝি সময়ে মুক্তি দেব। সেটাও হয়তো সম্ভব হবে না। আমরা জুনের শেষ সপ্তাহ বা জুলাইয়ের প্রথম সপ্তাহের মধ্যে সিনেমাটি রিলিজ দিতে চাই।’

এদিকে ‘সাবা’ শুরু থেকেই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলোতে অংশ নিচ্ছে। তারই ধারাবাহিকতায় জাপানের ২০তম ‘ওসাকা এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল’র প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছে সিনেমাটি। বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক নিজেই। উৎসবটি ১৪ মার্চ থেকে শুরু হবে। 

এ প্রসঙ্গে মেহজাবীন বলেন, ‘ফেস্টিভ্যালে সাবার অংশগ্রহণ আমার জন্য অত্যন্ত আনন্দের। জাপানের এ উৎসবে সিনেমাটির তিনটি প্রদর্শনী হবে। তবে দেশের মানুষ এখনো এটি দেখতে পারেননি। এটা আমার জন্য অবশ্যই কষ্টের ছিল। অবশেষে আমার দেশের মানুষ দেখবে, এটা বেশ ভালোলাগার মতো একটি খবর। আন্তর্জাতিকভাবে দেশের সিনেমাটি প্রদর্শিত হয়েছে ও বিদেশের মানুষ বাংলা সিনেমা দেখছে এটি আমার জন্য ছিল গর্বের।’ 

প্রসঙ্গত, ১৪ ফেব্রুয়ারি বিয়ে করেন মেহজাবীন চৌধুরী। তার স্বামী নির্মাতা আদনান আল রাজীব। তবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় ২৪ ফেব্রুয়ারি।