বৃহস্পতিবার, জানুয়ারী ১৫, ২০২৬
 শিরোনাম
মার্কিন কূটনীতিকদের প্রধান উপদেষ্টা: নির্বাচন ১২ ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে মনোনয়ন গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে ইসিতে পঞ্চম দিনের আপিল শুনানি ট্রেনের ওপর ক্রেন পড়ায় ২২ জনের প্রাণহানি থাইল্যান্ডে, আহত ৩০ পঞ্চগড়ে আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা অভ্যুত্থানের পর পেঁয়াজ-রসুনসহ ২০টি দাম কমেছে নিত্যপ্রয়োজনীয় কৃষিপণ্যের সি অ্যান্ড এফ এজেন্ট লাইসেন্সিং বিধিমালা, ২০২৬ জারি করল এনবিআর উচ্চশিক্ষা বিষয়ে ৩ দিনের দক্ষিণ এশীয় সম্মেলন উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা শরীয়াভিত্তিক ঋণে যুক্ত হচ্ছে প্রবাসীকল্যাণ ব্যাংক: আসিফ নজরুল গণভোট বিষয়ে সচেতনতা বাড়াতে দেশব্যাপী কর্মসূচি আসন্ন নির্বাচনে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান: আনসার সদস্যদের প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টা

মার্কিন সিনেটরের ইসরাইলকে আর অস্ত্র না দেওয়ার আহ্বান

মার্কিন সিনেটরের ইসরাইলকে আর অস্ত্র না দেওয়ার আহ্বান

ইসরাইলে অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বান পুনর্ব্যক্ত করেছেন মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স। সোমবার (২৪ মার্চ) এক এক্স পোস্টে তিনি এই আহ্বান জানান। 

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি। 

এক্স পোস্টে স্যান্ডার্স লেখেন, ‘নেতানিয়াহু ২২ দিনে গাজায় কোনও সাহায্য পাঠাতে দেননি। তিনি যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছেন, আবার বোমা হামলা শুরু করেছেন, যার ফলে ৫০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন।এখন তিনি গাজায় দীর্ঘমেয়াদী দখলদারিত্বের হুমকি দিচ্ছেন। ’

তিনি লেখেন, ‘নেতানিয়াহুর যুদ্ধযন্ত্রকে আর কোনও সামরিক সহায়তা নয়। ’

চলতি বছরের জানুয়ারি মাসে যুদ্ধবিরতি এবং বন্দিবিনিময় চুক্তি কার্যকর হওয়ার পর গত ১৮ মার্চ গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করে ইসরাইলি সেনাবাহিনী। এতে কমপক্ষে ৭৩০ জন নিহত হন। 

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলের নৃশংস হামলায় ৫০ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু।  এ ছাড়া এ সময়ে আহত হয়েছেন ১ লাখ ১৩ হাজারেরও বেশি মানুষ। 

আন্তর্জাতিক অপরাধ আদালত গত নভেম্বরে গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী 

ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।