শনিবার, নভেম্বর ৮, ২০২৫
 শিরোনাম
১৯৭৫ সালের বিপ্লব ও জুলাইয়ের গণঅভ্যুত্থান একই সামাজিক-রাজনৈতিক প্রেক্ষাপট থেকে সৃষ্টি হয়েছে: আসিফ মাহমুদ সিপাহী-জনতার অভ্যুত্থান স্মরণে দেশে পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস মুক্তি পেলো জাতীয় নির্বাচনের দ্বিতীয় টিজার নেত্রকোণায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো হাজংদের দেউলী উৎসব ভোটকেন্দ্রের শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থা জানতে চেয়েছে ইসি তত্ত্বাবধায়ক সরকার নিয়ে নবম দিনের শুনানি চলছে আফগানিস্তান-পাকিস্তান সীমান্ত বিরোধের কেন্দ্রবিন্দুতে ডুরান্ড লাইন সোনাদিয়া দ্বীপের জীববৈচিত্র্য ফিরিয়ে আনতে ৩ কোটি ৩৮ লাখ টাকার প্রকল্প মধ্য এশিয়ার নেতাদের সঙ্গে প্রথম শীর্ষ সম্মেলনে বসছেন ট্রাম্প বাংলাদেশের পুলিশ সংস্কারে সহায়তা দেবে আয়ারল্যান্ড

রাজস্থানে গিয়ে বারবার ভাইরাল অরিজিৎ সিং

রাজস্থানে গিয়ে বারবার ভাইরাল অরিজিৎ সিং

পরিবার নিয়ে রাজস্থানে ছুটি কাটাচ্ছেন ভারতের জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং। নতুন বছর ২০২৪ সালকে স্বাগত জানাতে তিনি পরিবার সহ রাজস্থানে রয়েছেন। সঙ্গে তার স্ত্রী কোয়েল ও দুই ছেলে রয়েছে। তবে বেড়াতে গিয়ে বারবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হচ্ছেন অরিজিৎ। বিভিন্ন ভিডিও ও ছবিতে তাকে খোশমেজাজে ঘুরে বেড়াতে দেখা গেছে। নিজের এলাকা মুর্শিদাবাদেও তিনি একই ভাবে ঘুরে বেড়ান। তেমনই রাজস্থানে রাস্তায় স্কুটি নিয়ে বেরিয়ে পড়লেন অরিজিৎ সিং।

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, স্কুটি নিয়ে রাস্তায় বেরিয়েছেন অরিজিৎ সিং। কালো রঙের প্যান্ট, নীল রঙের সোয়েট শার্টে দেখা গেছে এ গায়ককে।

নিজের চেনা জায়গার মতো বাইরেও একইভাবে দেখা গেছে খ্যাতিমান এ গায়ককে। মুহূর্তেই এ ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।