পরিবার নিয়ে রাজস্থানে ছুটি কাটাচ্ছেন ভারতের জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং। নতুন বছর ২০২৪ সালকে স্বাগত জানাতে তিনি পরিবার সহ রাজস্থানে রয়েছেন। সঙ্গে তার স্ত্রী কোয়েল ও দুই ছেলে রয়েছে। তবে বেড়াতে গিয়ে বারবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হচ্ছেন অরিজিৎ। বিভিন্ন ভিডিও ও ছবিতে তাকে খোশমেজাজে ঘুরে বেড়াতে দেখা গেছে। নিজের এলাকা মুর্শিদাবাদেও তিনি একই ভাবে ঘুরে বেড়ান। তেমনই রাজস্থানে রাস্তায় স্কুটি নিয়ে বেরিয়ে পড়লেন অরিজিৎ সিং।
সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, স্কুটি নিয়ে রাস্তায় বেরিয়েছেন অরিজিৎ সিং। কালো রঙের প্যান্ট, নীল রঙের সোয়েট শার্টে দেখা গেছে এ গায়ককে।
নিজের চেনা জায়গার মতো বাইরেও একইভাবে দেখা গেছে খ্যাতিমান এ গায়ককে। মুহূর্তেই এ ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
