বৃহস্পতিবার, জানুয়ারী ১৫, ২০২৬
 শিরোনাম
মার্কিন কূটনীতিকদের প্রধান উপদেষ্টা: নির্বাচন ১২ ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে মনোনয়ন গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে ইসিতে পঞ্চম দিনের আপিল শুনানি ট্রেনের ওপর ক্রেন পড়ায় ২২ জনের প্রাণহানি থাইল্যান্ডে, আহত ৩০ পঞ্চগড়ে আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা অভ্যুত্থানের পর পেঁয়াজ-রসুনসহ ২০টি দাম কমেছে নিত্যপ্রয়োজনীয় কৃষিপণ্যের সি অ্যান্ড এফ এজেন্ট লাইসেন্সিং বিধিমালা, ২০২৬ জারি করল এনবিআর উচ্চশিক্ষা বিষয়ে ৩ দিনের দক্ষিণ এশীয় সম্মেলন উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা শরীয়াভিত্তিক ঋণে যুক্ত হচ্ছে প্রবাসীকল্যাণ ব্যাংক: আসিফ নজরুল গণভোট বিষয়ে সচেতনতা বাড়াতে দেশব্যাপী কর্মসূচি আসন্ন নির্বাচনে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান: আনসার সদস্যদের প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টা

চলতি ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনাল ম্যাচ মাঠে গিয়ে উপভোগ করবেন ট্রাম্প

চলতি ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনাল ম্যাচ মাঠে গিয়ে উপভোগ করবেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি চলতি ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনাল ম্যাচ মাঠে গিয়ে উপভোগ করবেন। মঙ্গলবার হোয়াইট হাউসে মন্ত্রিসভার বৈঠকের শেষে এই ঘোষণা দেন তিনি।

রবিবার নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডের মেটলাইফ স্টেডিয়ামে হবে ক্লাব বিশ্বকাপের ফাইনাল। সেখানে ইংলিশ ক্লাব চেলসি খেলবে ফ্রেঞ্চ ক্লাব পিএসজি আর স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের মধ্যকার বুধবারের সেমিফাইনালের বিজয়ীর বিপক্ষে।

‘আমি খেলাটা দেখতে যাচ্ছি’—মাঠে যাওয়ার বিষয়ে সাংবাদিকদের এমনটাই বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

এর আগে সোমবার ডাজন-এর এক সম্প্রচারে উপস্থাপক এমিলি অস্টিন ইঙ্গিত দিয়েছিলেন, ফাইনালে ট্রাম্প থাকতে পারেন।

ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো চলতি বছরের মার্চে হোয়াইট হাউসে এক সফরের সময় ট্রাম্পকে ফাইনালের দাওয়াত দেন। নিউ জার্সির গভর্নর ফিল মারফিও জুনের শুরুতে প্রেসিডেন্টকে ম্যাচে আমন্ত্রণ জানান। সেই সময় মারফি বলেছিলেন, ‘আমি জানি না উনি আসতে পারবেন কি না।’

তবে ট্রাম্প শেষ পর্যন্ত জানিয়েই দিলেন, তিনি যাচ্ছেন। গত কয়েক মাসে বিভিন্ন বড় ক্রীড়া ইভেন্টে উপস্থিত হয়েছেন তিনি। এমনকি এ বছরের ফেব্রুয়ারিতে নিউ অরলিন্সে সুপার বোল দেখতে গিয়ে রেকর্ড গড়েছেন। তিনিই প্রথম যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যিনি সুপার বোলের ম্যাচে গিয়েছেন।

ফিফা ক্লাব বিশ্বকাপ ঘিরে মার্কিন সরকারের সহযোগিতার প্রশংসা করেছেন ইনফান্তিনো। তিনি বলেছেন, ‘আমরা সরকারের এবং প্রেসিডেন্টের কাছ থেকে দারুণ সহযোগিতা পেয়েছি। হোয়াইট হাউস টাস্ক ফোর্স ক্লাব বিশ্বকাপ ও বিশ্বকাপ ২০২৬—দুটোতেই আমাদের সহায়তা করছে।’

মেটলাইফ স্টেডিয়ামেই ২০২৬ সালের বিশ্বকাপের ফাইনালসহ মোট আটটি ম্যাচ হবে। এবারকার ক্লাব বিশ্বকাপকে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দেখছে ফিফা। নতুন সংস্করণে বিশ্বকাপে অংশ নেবে ৪৮টি দেশ, যা আগে ছিল ৩২টি।

এবারের বদলে যাওয়া ক্লাব বিশ্বকাপ নিয়ে মাতামাতি কম হয়নি। রবিবারের ফাইনাল ম্যাচ ঘিরে এখন উত্তেজনা তুঙ্গে। সেই উত্তেজনায় যোগ হতে যাচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের উপস্থিতিও।