সোমবার, নভেম্বর ১০, ২০২৫

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মধ্যে জাতিসংঘের ফিলিস্তিন তদন্ত কমিশনের তিন সদস্য পদত্যাগ করলেন

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মধ্যে জাতিসংঘের ফিলিস্তিন তদন্ত কমিশনের তিন সদস্য পদত্যাগ করলেন

অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে যুদ্ধাপরাধ ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তে গঠিত জাতিসংঘের কমিশনের তিন সদস্য হঠাৎ পদত্যাগ করেছেন।

 

সোমবার পদত্যাগপত্র জমা দেন নাভি পিলাই, ক্রিস সিডোটি এবং মিলুন কোঠারি। তারা স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

মঙ্গলবার (১৫ জুলাই) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আনাদোলু এজেন্সি।

 

জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল জানিয়েছে, ব্যক্তিগত কারণ, বিশেষ করে বয়সজনিত বিষয়গুলোর কারণে তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন। তাঁরা কমিশনের নতুন করে গঠন প্রক্রিয়ার প্রয়োজনীয়তার বিষয়টিও উল্লেখ করেছেন।

 

উল্লেখ্য, এই কমিশন গাজা, পশ্চিম তীরসহ অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ নিয়ে তদন্তে কাজ করছিল।

 

তাদের পদত্যাগের ঘটনা ঘটলো এমন সময়ে, যখন ফিলিস্তিনে মানবাধিকার নিয়ে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ফ্রানচেস্কা আলবানিজের কার্যক্রম নিয়ে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।