শনিবার, নভেম্বর ৮, ২০২৫
 শিরোনাম
১৯৭৫ সালের বিপ্লব ও জুলাইয়ের গণঅভ্যুত্থান একই সামাজিক-রাজনৈতিক প্রেক্ষাপট থেকে সৃষ্টি হয়েছে: আসিফ মাহমুদ সিপাহী-জনতার অভ্যুত্থান স্মরণে দেশে পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস মুক্তি পেলো জাতীয় নির্বাচনের দ্বিতীয় টিজার নেত্রকোণায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো হাজংদের দেউলী উৎসব ভোটকেন্দ্রের শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থা জানতে চেয়েছে ইসি তত্ত্বাবধায়ক সরকার নিয়ে নবম দিনের শুনানি চলছে আফগানিস্তান-পাকিস্তান সীমান্ত বিরোধের কেন্দ্রবিন্দুতে ডুরান্ড লাইন সোনাদিয়া দ্বীপের জীববৈচিত্র্য ফিরিয়ে আনতে ৩ কোটি ৩৮ লাখ টাকার প্রকল্প মধ্য এশিয়ার নেতাদের সঙ্গে প্রথম শীর্ষ সম্মেলনে বসছেন ট্রাম্প বাংলাদেশের পুলিশ সংস্কারে সহায়তা দেবে আয়ারল্যান্ড

সৌদি আরব গেলেন শাকিব খান

সৌদি আরব গেলেন শাকিব খান

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান ওমরাহ পালনের জন্য সৌদি আরবের উদ্দেশে গেছেন। মঙ্গলবার দুপুরে একটি ফ্লাইটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি মক্কার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। 

ওমরাহ পালন শেষে আগামী সপ্তাহে ঢাকায় ফেরার কথা রয়েছে এই নায়কের। ঢাকায় ফিরে তিনি অনন্য মামুন পরিচালিত প্রথম প্যান ইন্ডিয়ান ‘দরদ’ সিনেমা ডাবিংয়ে অংশ নিতে ভারতে যাবেন। 

সেখান থেকে ফিরে হিমেল আশরাফ পরিচালিত ‘রাজকুমার’ সিনেমার শুটিং করবেন। ইতোমধ্যে সিনেমাটির বাংলাদেশের অংশের শুটিং অনেকটাই শেষ হয়েছে। জানুয়ারির শেষে আমেরিকায় যাবেন শাকিব খান।

গেল বছর শাকিব খান দুটি সিনেমায় অভিনয় করে আলোচনায় ছিলেন। একটি তপু খান পরিচালিত ‘লিডার: আমিই বাংলাদেশ’। অন্যটি হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’।