শনিবার, নভেম্বর ৮, ২০২৫
 শিরোনাম
ভোটকেন্দ্রের শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থা জানতে চেয়েছে ইসি তত্ত্বাবধায়ক সরকার নিয়ে নবম দিনের শুনানি চলছে আফগানিস্তান-পাকিস্তান সীমান্ত বিরোধের কেন্দ্রবিন্দুতে ডুরান্ড লাইন সোনাদিয়া দ্বীপের জীববৈচিত্র্য ফিরিয়ে আনতে ৩ কোটি ৩৮ লাখ টাকার প্রকল্প মধ্য এশিয়ার নেতাদের সঙ্গে প্রথম শীর্ষ সম্মেলনে বসছেন ট্রাম্প বাংলাদেশের পুলিশ সংস্কারে সহায়তা দেবে আয়ারল্যান্ড প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ: ১০,২১৯টি শূন্য পদে বিজ্ঞপ্তি প্রকাশ বাংলাদেশের প্রথম ‘ফরেস্ট মিউজিয়াম’ এখন লালমাই পাহাড়ে জামালপুরে কৃষি প্রণোদনা পাচ্ছেন ৩৮ হাজার কৃষক জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের কার্যনির্বাহী কমিটির ১৪তম সভা সম্পন্ন

ফয়সালাবাদে সিরিজের প্রথম ওয়ানডেতে পাকিস্তানকে হারাল প্রোটিয়া দল

ফয়সালাবাদে সিরিজের প্রথম ওয়ানডেতে পাকিস্তানকে হারাল প্রোটিয়া দল

ফয়সালাবাদের প্রথম ওয়ানডেতে দুর্দান্ত বোলিংয়ের সুবাদে দক্ষিণ আফ্রিকাকে ২৬৩ রানেই অলআউট করে পাকিস্তান। শুরু থেকেই নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে স্বাগতিকরা। শেষ পর্যন্ত দুই বল হাতে রেখে দুই উইকেটের জয় তুলে নেয় শাহিন আফ্রিদির দল।

ফখর জামান ও সাইম আইয়ুবের ১৫ ওভারে ৮৭ রানের ঝড়ো উদ্বোধনী জুটি মূলত পাকিস্তানকে এনে দেয় শক্ত ভিত। ব্যাটিংয়ের এই ধারা অব্যাহত থাকে পুরো ইনিংস জুড়েই।

মিডল ওভারে দক্ষিণ আফ্রিকার স্পিনাররা কিছুটা প্রতিরোধ গড়ে তুললেও মোহাম্মদ রিজওয়ান (৫৫) ও সালমান আগা (৫৩) সতর্ক ব্যাটিংয়ে দলকে নিরাপদ অবস্থানে রাখেন। ম্যাচের শেষ ওভারে কিছুটা রোমাঞ্চ তৈরি হলেও মোহাম্মদ নওয়াজের ছক্কার মাধ্যমে পাকিস্তানের জয় নিশ্চিত হয়।

শেষ ৭ বলে পাকিস্তানের প্রয়োজন ছিল ১০ রান। নওয়াজের এক ছক্কা ও নাসিম শাহের লেগ-বাই পাকিস্তানকে জইয়ের বন্দরে পৌঁছে দেয়।

এর আগে দক্ষিণ আফ্রিকার ইনিংসে নবাগত লুয়ান-দ্রে প্রিটোরিয়াস ও কুইন্টন ডি কক চমৎকার সূচনা দেন, ১৬তম ওভার পর্যন্ত তোলেন ৯৮ রান। ডি কক অর্ধশতক পূর্ণ করলেও নাসিম শাহর বলে বোল্ড হন। এরপর আবরার আহমেদ এক ওভারে দুটি উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং ভেঙে দেন। শেষদিকে করবিন বোশ কিছুটা লড়াই করলেও দলকে জয় এনে দিতে পারেননি।

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকা- ২৬৩ (৪৯.১ ওভার); ডি কক ৬৩;  নাসিম ৩-৪০

পাকিস্তান- ২৬৪/৮ (৪৯.৪ ওভার); সালমান ৬২; করবিন ২-৩২